English

33.4 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

তামিল অভিনেতা মায়িলসামি আর নেই

- Advertisements -
তামিল অভিনেতা মায়িলসামি মারা গেছেন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে চেন্নাইতে মারা যান এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৫৭ বছর। এই কৌতুক অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে শিল্পী সমিতি।
Advertisements

মায়িলসামি ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কমেডিয়ান হিসেবে তিনি তামিল ইন্ডাস্ট্রিতে সুপরিচিত ছিলেন। তামিলের শীর্ষ অভিনেতা অজিথ কুমার, বিজয় এবং কমল হাসানের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন মায়িলসামি। টিভিতেও বেশ কিছু জনপ্রিয় কাজ করেছেন তিনি।

মায়িলসামির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিলের নামিদামি তারকারা। কমল হাসান টুইটারে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমার বন্ধু মায়িলসামি তার নিজস্ব স্টাইলে কমেডি অভিনয় উপস্থাপন করে ইন্ডাস্ট্রিতে সফল। প্রিয় বন্ধু মায়িলসামির প্রতি শ্রদ্ধা।’

অভিনেত্রী সাক্ষী আগরওয়াল লিখেছেন, ‘খবরটি শুনে হতবাক। আপনার হাস্যরস এবং ইতিবাচক মনোভাব সব সময়ই শুটিং স্পটটিকে আনন্দে পূর্ণ করে রাখে। স্যার, আপনার পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vot2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন