নাসিম রুমি: বিনোদন জগতের তারকাদের নামের আগে বিশেষ উপাধি দেখা যায়। এই যেমন—সুপারস্টার, মেগাস্টার, কিং, লেডিস সুপারস্টারসহ আরও অনেক উপাধি দেখতে পাওয়া যায়। যা নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কে সত্যিকারের সুপারস্টার, আর এসব তকমা কতটা যৌক্তিক— এ নিয়ে নেটিজেনদের মধ্যে তর্কবিতর্ক জোরালো শুরু হয়েছে।
টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির পর কলকাতায় এই তকমা ব্যবহারের বিষয়টি আরও বেশি জোরালো আলোচনায় চলে এসেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যঙ্গ-বিদ্রূপও হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জিৎ ‘সুপারস্টার’ বলে সম্বোধিত হন, তখনই এই তকমা নিয়ে তার মতামত ব্যক্ত করেন অভিনেতা। নামের আগে বাড়তি তকমা যোগ করা বা নেওয়া—কোনোটাই তার পছন্দ নয় বলে জানিয়েছেন।
সুপারস্টার কিংবা মেগাস্টার তকমা কারা দেয়?—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, আমি জানি না কে দেয়। তোমরা জানলে আমায় বলো—কারা তারকাদের এ উপাধি দেয়? তিনি বলেন, আমার কাছে এসব খুব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো— আমি কতটা ভালো কাজ করতে পারছি এবং দর্শকদের মনে জায়গা করে নিতে পারছি।
তবে এ উপাধি নিয়ে তিনি আবার বিরোধিতাও করেননি। জিৎ বলেন, যদি মেগাস্টার কিংবা লেডিস সুপারস্টার তকমা কারও জনপ্রিয়তা উদযাপন করতে সাহায্য করে, তাতে অসুবিধা কী? কেউ যদি নিজেরাই এ তকমা নেন এবং দর্শকরা সেটাকে সমর্থন করেন, তবে এতে আলাদা করে সমস্যা দেখার কারণ নেই বলে জানান অভিনেতা।
উল্লেখ্য, দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা জিৎ ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার মধ্য দিয়ে। অনন্ত সিংয়ের জীবনীভিত্তিক এ সিনেমার ফার্স্টলুক টিজার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, যেখানে এক বিপ্লবীর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
