English

31 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
- Advertisement -

তারা একটিবার চিন্তা করল না, মেয়েগুলোর ভবিষ্যৎ কী হবে: সাফা কবির

- Advertisements -

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির দীর্ঘ দিন পর মাদককাণ্ডে জড়িয়ে থাকা প্রসঙ্গে কথা বলেন। সেই সময় কয়েকজনের বিরুদ্ধে  একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের অভিযোগ ওঠে।

এ নিয়ে গত বছরের শেষের দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংবাদের শিরোনাম হয়েছিলেন তিন জনপ্রিয় অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। এর সঙ্গেও নাম জড়ায় সংগীতশিল্পী সুনিধি নায়েকের নামও।

সেই সময় পুরো বিষয়টি নিয়ে চুপ ছিলেন অভিনেত্রী সাফা কবির। এমনকি সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আড়ালে চলে যান তিনি। দীর্ঘ আট মাস পর এ অভিযোগের বিষয়ে কথা বললেন অভিনেত্রী। জানালেন এমন খবর প্রকাশের পর তার কর্মজীবনেও ব্যাপক প্রভাব পড়েছিল। সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে সাফা কবির এমন কথাই জানান।

সাফা কবির বলেন, ‘নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। তিনি বলেন, কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। মিডিয়ার তিন–চারটা মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবার চিন্তা করল না যে, এ মেয়েগুলোর জীবনের ভবিষ্যৎ কী হবে?

এ খবর প্রচারের পর একের পর এক কাজ হারাতে থাকেন অভিনেত্রী। সেই সময়ের দুর্বিষহ স্মৃতিচারণা করে সাফা কবির বলেন, ‘বৃহস্পতিবার খবরটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে আমার চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের পর তারা সেটি বাতিল করে দেয়।

অভিনেত্রী বলেন, আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে, এটা শুধু একটা নিউজ। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তাদের কাছে এটা কীভাবে প্রমাণ করব। আমার কাছে প্রমাণ করার কিছুই ছিল না।

তিনি বলেন, আমার সিনিয়র শিল্পীরা আমার সঙ্গে কাজ বাতিল করে দিচ্ছিল। বিতর্ক এড়াতে আমার সঙ্গে কাজ করতে চাইছিল না কেউ। আমিও বুঝতে পারছিলাম সামাজিক মাধ্যমে এটা নিয়ে ঝড় চলছে।

এই কঠিন সময়ে কয়েকজন বন্ধু পাশে অভিনেত্রীর দাঁড়ান। তাদের জন্যই এ পরিস্থিতি সামলা দিতে পেরেছিলেন অভিনেত্রী। সাফা বলেন, ‘সেই সময় আমার শোবিজের বন্ধুরা পাশে দাঁড়িয়েছিল। বিশেষ করে তৌসিফ মাহবুব তখন বলেছিল— আমি সাফার সঙ্গে কাজ করব। এ ছাড়া জোভান অনেক সহযোগিতা করেছে। সিয়ামও সেই সময় মানসিকভাবে পাশে ছিল।

অভিনেত্রী বলেন, আমার এ বন্ধুরা অনেক সুন্দর। এখানে কাজ করে এত ভালো বন্ধু আমি পেয়েছি। অনেকেই বলেন— মিডিয়ার মানুষেরা বন্ধু হয় না, আমি এর সঙ্গে কানেক্ট করতে পারি না।

সাফা বলেন, না জেনে সামাজিক মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, ঠিক তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায়। তিনিবলেন, আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না— এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে।

অভিনেত্রী বলেন, আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে— এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এ ধরনের খবরের কারণে মা-বাবার মনে ধারণা জন্মাল— তাদের সন্তানরা এখানে সুরক্ষিত না। তাদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যে কোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার বলে জানান সাফা কবির।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6e3r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন