English

15 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
- Advertisement -

তাহসান ইঙ্গিত দিলেন বিবাহবিচ্ছেদের

- Advertisements -

নাসিম রুমি: গেল বছরের শুরুতে হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তিনি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন। তবে এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙনের মুখে।

জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার মধ্যে টানাপড়েন শুরু হয় এবং গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

দেশের একটি গণমাধ্যমকে তাহসান জানিয়েছেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা রয়েছি। সঠিক সময় এলে বিস্তারিত বলব। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী উপলক্ষে ভুয়া খবর দেখায় এ কথা বলা প্রয়োজন হয়েছে যে, আমরা এখন একসঙ্গে নেই।”

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট; তিনি এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন এবং নিউইয়র্কে নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সংসারের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তারা দুই বছর আগে থেকেই আলাদা ছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4vbi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন