English

29.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

তিন দিনেই ‘সুপারম্যান’র বাজিমাত!

- Advertisements -

নাসিম রুমি: ১০২ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ বক্স অফিস সময় পার করছিলো ওয়ার্নার ব্রাদার্স। সদ্য ‘সুপারম্যান’ মুক্তির মধ্য দিয়ে সেই দুঃসময় কাটিয়ে উঠার বার্তাই যেন দিল পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স! যে সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই হয়ে উঠলো ডিসি স্টুডিওর পঞ্চম টানা নম্বর ওয়ান রিলিজ!

বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১১ জুলাই মুক্তি পায় নতুন ‘সুপারম্যান’। ডেভিড কোরেনসওয়েট অভিনীত এই ‘সুপারম্যান’ সিনেমাটি শুধু বক্স অফিসে চমকই দেখায়নি, এটি হয়ে উঠেছে পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স এর জন্য এক রকম ‘উদ্ধারকারী’ও।

রবিবার (১৩ জুলাই) পর্যন্ত বৈশ্বিক টিকিট বিক্রি ২১৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৬২৫ কোটি টাকা) বলে জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স,। যার মধ্যে ১২২ মিলিয়ন এসেছে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এবং ৯৫ মিলিয়ন এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

১৯৩৮ সালে কমিক বইয়ে আত্মপ্রকাশ করা এই সুপারহিরোকে ঘিরে নির্মিত চলচ্চিত্র সিরিজের এটি একটি রিবুট। সুপারম্যান ছবিটির সফলতা ওয়ার্নার ব্রাদার্স এবং এর ডিসি স্টুডিওস বিভাগের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ব্যাটম্যান ও ওয়ান্ডার উইম্যানের মতো জনপ্রিয় চরিত্র থাকার পরও ডিসি স্টুডিওস এখনো ওয়াল্ট ডিজনির মার্ভেল ফ্র্যাঞ্চাইজির মতো বক্স অফিস সাফল্য পায়নি। এটি দিয়ে সেই সাফল্য ধরা যায় কিনা, সেটাও ভাবছেন অনেকে!

‘সুপারম্যান’ ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন জেমস গান, যিনি মার্ভেলের ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ সিরিজের তিনটি ব্যতিক্রমধর্মী সিনেমার জন্য খ্যাত। ২০২২ সালে তাকে প্রযোজক পিটার সাফরানের সঙ্গে ডিসি স্টুডিওসের সহ–সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়, ডিসিকে ধারাবাহিক সাফল্যের পথে ফেরাতে তিনি ছিলেন আশার প্রতীক।

এই নতুন ‘সুপারম্যান’ ডিসির আগামীর চলচ্চিত্রগুলোর ভিত্তি রচনা করছে—এর মধ্যে রয়েছে ২০২৬ সালের সুপারগার্ল সিনেমা, এবং ভবিষ্যতের ব্যাটম্যান ও ওয়ান্ডার উইম্যান চলচ্চিত্র।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-র সিইও ডেভিড জাসলাভ এক বিবৃতিতে বলেন,“ডিসির ভবিষ্যৎ পরিকল্পনা এখন পরিষ্কার, গতি দৃশ্যমান, এবং আমি যা আসছে তা নিয়ে অত্যন্ত আশাবাদী।”

ছবিটি রটেন টমেটোজে ৮২ শতাংশ ইতিবাচক রিভিউ পেয়েছে। ডেভিড কোরেনসওয়েটের সঙ্গে অভিনয় করেছেন তারকা র‍্যাচেল ব্রসনাহান (লোইস লেইন) ও নিকোলাস হোল্ট (লেক্স লুথর)।

গত বছর ‘ফিউরিওসা’ ও ‘জোকার: ফোলি আ ডিউ’–এর মতো বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর ২০২৫ সালে ওয়ার্নার ব্রাদার্স ছয়টি সিনেমার মাধ্যমে নম্বর ওয়ান উদ্বোধনের রেকর্ড গড়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mhc9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন