English

32 C
Dhaka
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
- Advertisement -

তৃতীয় বিয়ের পর অভিনেত্রী বুঝলেন ‘এটা গর্ব করার বিষয় না’

- Advertisements -

নাসিম রুমি: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের তৃতীয় বিয়ে নিয়ে সামাজিকমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গতকাল ২৬অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারিয়া লেখেন, কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন-মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে, যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে।

তিনি আরও বলেন, যারা একাধিকবার বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস আর আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার। নতুন করে শুরু করতে শক্তি লাগে, লজ্জা নয়। অভিনেত্রী তার অনুরাগীদের উদ্দেশে বলেন, দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।

তিনি আরও বলেন, সেই সঙ্গে জীবনের অনিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে অভিনেত্রী লিখেছেন, কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না। অভিনেত্রী বলেন, নতুন সম্পর্ক মানে নতুন করে বিশ্বাস, ভালোবাসা ও সাহস নিয়ে পথচলা-যা কখনোই লজ্জার নয়, বরং জীবনের প্রতি এক নতুন আস্থা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0sxm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন