নাসিম রুমি: নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ একটা সময় নির্মাণেও নাম লেখান। বেশ কয়েক বছর ধরে অভিনয় ও নির্মাণে তাঁকে সেই অর্থে দেখা যায় না। অনেকটা অনিয়মিত বললেই চলে। এ ক্ষেত্রে পছন্দসই গল্পের অভাব যেমন বড় কারণ, তেমনি ভরসা করার মতো পরিচালকও। তাই নিজের মতো করে থাকেন। মন টানলে তবেই ক্যামেরার সামনে ও পেছনে দাঁড়ান। এবার যেমন শুরু করলেন ‘ধূসর প্রজাপতি’ নামের নতুন একটি ধারাবাহিকের কাজ। অবশ্য এটি তাঁর পরিচালনায় নির্মিত হচ্ছে। পরিচালনার পাশাপাশি এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের জন্য তৈরি ২৬ পর্বের এই ধারাবাহিকের রচয়িতা তৌকীর আহমেদ।
তিনি এখন নক্ষত্রবাড়ি রিসোর্টে শুটিংয়ে ব্যস্ত। গত ২১ জুন থেকে ঢাকার অদূরে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশের লোকেশনে ‘ধূসর প্রজাপতি’ ধারাবাহিকের শুটিং শুরু করেছেন। ৩ জুলাই পুরো শুটিং শেষ হবে।
তৌকীরকে সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ ছবির নির্মাণে দেখা যায়। সেই ছবির পর বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন। তবে যুক্তরাষ্ট্রে থাকলেও তৌকীর লেখালেখি এবং মঞ্চনাটকের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন। নতুন নাটকের গল্প প্রসঙ্গে তৌকীর বললেন, ‘আমাদের সমাজ এবং সমাজের মানুষের মনস্তত্ব নিয়ে গল্পটা এগিয়েছে।’
‘ধূসর প্রজাপতি’ ধারাবাহিক নাটকের আগে তৌকীর বানিয়েছিলেন ‘রূপালি জোছনায়’ ধারাবাহিক নাটক। চ্যানেল আইয়ে সেই নাটকটি পাঁচ বছর আগে প্রচারিত হয়। এ ছাড়া তৌকিরের পরিচালনায় নির্মিত অন্য সব ধারাবাহিক হচ্ছে ‘তোমার বসন্তদিনে’, ‘শঙ্খবাস’, ‘চন্দ্রমগ্ন’, ‘জোছনাকাল’ ও ‘জলপরী’।
তৌকীর বলেন, ‘অনেক বছর পর ধারাবাহিক নাটকে অভিনয় করছি। সত্যি বলতে, গল্পের পাশাপাশি চরিত্রও সে রকম কিছু একটা পেতে হবে। যেহেতু নিজের লেখা নাটক, মনে হয়েছে চরিত্রটায় কাজ করা যায়, তাই করছি। অভিনয় করতে গিয়ে মনে হয়েছে, শেষ যখন ধারাবাহিক নাটকের নাটক করেছি, তা ১০ বছর আগে হবে। আর নির্মাণ করছি ৫ বছর পর।’
তৌকির আহমেদের রচনা ও পরিচালনায় ‘ধূসর প্রজপাতি’ নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, শ্যামল মাওলা, আইশা খান, মীর রাব্বি, তানজিকা আমিন, সাবিনা আজাদ ও তনুশ্রী দত্ত প্রমুখ।