English

34.2 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
- Advertisement -

থ্রি ইডিয়টস, ডঙ্কি, সুলতানকে ও পিছনে ফেলে ৫৭০ কোটি টাকা আয় সাইয়ারার

- Advertisements -

নাসিম রুমি: বছরের সবচেয়ে সেনসেশনাল হিন্দি সিনেমা ‘সাইয়ারা’র থিয়েটারিক্যাল রান অবশেষে শেষ হয়েছে, মুক্তির সাত সপ্তাহ পর। নবাগত আহান পাণ্ডে এবং অনীত পাড্ডার সিনেমা রীতিমতো ঝড় তুলে দিয়েছিল।

সিনেমাটি বক্স অফিসে বেশকিছু রেকর্ড ভেঙে দিয়েছে। ৪৮ দিন হলে হলে সাইয়ারা। আর ভারতে ছবির আয় ৩২৯.২৫ কোটি টাকা।

সাইয়ারা বর্তমানে দেশীয় বাজারে ১৪তম সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা, যা সলমন খানের ‘সুলতান’ (৩০০ কোটি টাকা), সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’ (৩০২ কোটি টাকা) এবং কর্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ (২৬০ কোটি টাকা)-সহ কিছু পুরোনো ব্লকবাস্টার ছবিকে ছাড়িয়ে গিয়েছে।

বিদেশে, সাইয়ারা ১৯.৫ মিলিয়ন ডলার আয় করেছে, যা একটি সুপারস্টার-বিহীন হিন্দি সিনেমার জন্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সংখ্যা। আর বিশ্বব্যপী আয় ধরলে সাইয়ারা-র আয় ৫৭০ কোটি টাকা। যা ‘ছাবা’র পর এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা করে তুলেছে সাইয়ারাকে।

এই ৫৭০ কোটি টাকা মোট আয় ‘ডঙ্কি’ (৪৫৫ কোটি টাকা), ‘টাইগার জিন্দা হ্যায়’ (৫৫৮ কোটি টাকা), এবং ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১ কোটি টাকা)-সহ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কিছু হিট সিনেমা এবং ‘থ্রি ইডিয়টস’ (৪৬০ কোটি টাকা) এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ (৪২২ কোটি টাকা)-সহ অনেক সর্বকালের ব্লকবাস্টার সিনেমার চেয়ে বেশি।

সাইয়ারা এই মুহূর্তে ভারতীয় সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়কারী প্রেমকাহিনি হয়ে উঠেছে। যা ‘কবীর সিং’-এর ৩৭৭ কোটি টাকার আয়কে ছাড়িয়ে গিয়েছে। এমনকী, এটি নতুন মুখদের নিয়ে তৈরি সিনেমার মধ্যেও সর্বোচ্চ আয়কারী। যা ২০১২ সালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ কর্তৃক নির্ধারিত ১০৯ কোটি টাকার রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে।

সায়ারা তার থিয়েটারিক্যাল রানের সময় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী প্রেমকাহিনী হয়ে উঠেছে, গেছে। এটি মুখ্য ভূমিকায় নবাগতদের নিয়ে নির্মিত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রও, ২০১২ সালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ কর্তৃক নির্ধারিত ১০৯ কোটি টাকার রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে।

মোহিত সুরি পরিচালিত এবং ওয়াইআরএফ সিইও অক্ষয় বিধানী প্রযোজিত ‘সায়ারা’ হল একজন মেজাজী গায়ক (আহান) এবং একজন গীতিকার (অনীত) এর প্রেমকাহিনী। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা এবং দর্শকদের ভালোবাসা পেয়েছে। এতে রাজেশ কুমার, বরুণ বাদোলা, শাদ রান্ধাওয়া, গীতা আগ্রওয়াল শর্মা, আলম খান এবং শান গ্রোভার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vqnz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন