English

33.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

দক্ষিণী সিনেমাকে খোঁচা দিয়ে ‘জওয়ান’র প্রশংসায় অক্ষয়

- Advertisements -

নাসিম রুমি: মুক্তির চার দিনের মধ্যেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের ‘জওয়ান’। হিসাব বলছে, ইতোমধ্যে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই সিনেমা। সমালোচক থেকে দর্শক সবাই ‘জওয়ান’ বলতে পাগল।

এমনকি, ইন্ডাস্ট্রির অন্যান্য নায়ক-নায়িকারাও বক্স অফিসের লড়াই ভুলে জওয়ান ও শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ। এই যেমন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শাহরুখের প্রশংসা করেছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়। তবে শুধু প্রশংসাই নয়, জওয়ানের উদাহরণ দিয়ে দক্ষিণী সিনেমাকেও একহাত নিয়েছেন তিনি।

এক্স হ্যান্ডেলে অক্ষয় লিখেছেন, কী দারুণ সাফল্য। শুভেচ্ছা জওয়ান, পাঠান, শাহরুখকে। আমাদের সিনেমা আবার ফিরে এসেছে।

বক্স অফিসে ‘বাহুবলী’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘আর আর আর’ সিনেমার সাফল্যের ফলে যেন পিছিয়ে পড়েছিল বলিউড। শাহরুখের পাঠান, জওয়ানও যে বলিউডকে হারতে দেননি, অক্ষয়ের পোস্টে যেন সেই ইঙ্গিতই পাওয়া গেল।

অক্ষয়ের এই পোস্টের উত্তরও দিয়েছেন শাহরুখ। কিং খান লিখলেন, আপনাদের প্রার্থনাতেই এমনটা সম্ভব হয়েছে। ভালো থাকবেন খিলাড়ি।

এখন জওয়ান ব্লকবাস্টার। শোনা যাচ্ছে, মুক্তির দিনই ১২৫ কোটির ব্যবসা করেছিল কিং খানের সিনেমা। দ্বিতীয় ও তৃতীয় দিন সিনেমাটির আয় ছিল ১০৯ কোটি ও ১৪০ কোটি। চতুর্থ দিন অর্থাৎ রোববার সারা বিশ্বে ১৫৬ কোটি টাকা আয় করেছে জওয়ান। তাতেই চারদিনে সিনেমার আয় ৫৩১ কোটি টাকা। অন্যদিকে বক্স অফিসে ভালো ব্যবসা করেছে অক্ষয়ের ও মাই গড ২।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9foy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন