English

25.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

দর্শকদের নতুন স্বাদ দিতে চান সায়ামি খের

- Advertisements -

বলিউড অভিনেত্রী সায়ামি খের প্রায় ১০ বছরের অভিনয়জীবনে বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। নীরজ পান্ডে, অনুরাগ কাশ্যপ, রাহুল ঢোলাকিয়া, আর বালকির মতো পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তার। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ জনপ্রিয় অভিনেত্রী লোভী হিসেবেও নিজেকে প্রিকাশ করেছেন। আর নিজের ঝুলিতে আরও ভালো চরিত্র আর ভালো ভালো পরিচালকের নাম লুকিয়ে আছে বলেও জানান সায়ামি খের।

অভিনেত্রী বলেন, আমার মনে হয় যে আমাকে আমার পছন্দের চরিত্র পেতে হলে আরও সফলতা অর্জন করতে হবে। আমি সত্যি ভাগ্যবতী যে নীরজ পাণ্ডে, অনুরাগ কাশ্যপ আর রাহুল ঢোলাকিয়ার  মতো পরিচালকের সঙ্গে কাজ করেছি।

সায়ামি খের শুধু অভিনয় নয়, খেলাধুলাতেও সমান পারদর্শী। গত বছর সম্মানীয় ‘আয়রনম্যান ট্রায়াথলন’ সম্পূর্ণ করেছেন অভিনেত্রী। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আয়রনম্যান’ হয়ে সৃষ্টি করেছেন ইতিহাস।

‘অগ্নি’তে প্রতীক গান্ধী, দিব্যেন্দু শর্মার মতো অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন সায়ামি খের। রাহুল ঢোলাকিয়া পরিচালিত সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিটির মাধ্যমে এমন সব মানুষের গল্প আমরা বলতে পেরেছি, যাদের কথা এতদিন সেভাবে বলা হয়নি। আর এ জন্য আমরা সত্যিই লজ্জিত।

তিনি বলেন, ‘অগ্নি’ সিনেমাটি আমাকে মানসিক ও শারীরিকভাবে প্রভাবিত করেছে। অগ্নির জন্য আমাকে অন্য এক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। তবে আমি খুশি যে, সেসব চ্যালেঞ্জ আমি উতরে যেতে পেরেছি।

‘অগ্নি’ ছবিতে ফায়ার ফাইটার হয়ে উঠতে ক্রীড়া কি কোথাও সাহায্য করেছিল? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রীর বলেন, ‘কিছুটা হয়তো। তবে এই ছবির জন্য আমাকে আলাদাভাবে প্রশিক্ষণ নিতে হয়েছিল। আমরা সবাই ‘অগ্নি’র জন্য প্রচুর পরিশ্রম করেছি। মই বেয়ে কীভাবে ওঠানামা করতে হয়, আরও নানান কিছু আমাদের শিখতে হয়েছে।

সায়ামি খের বলেন, গত বছর আয়রনম্যান ৭০ দশমিক ৩ সম্পন্ন করা আমার জীবনের অন্যতম সেরা সুখকর অনুভূতি। এর মাধ্যমে আমি নিয়মানুবর্তিতা, মানসিক শক্তি কীভাবে বাড়াতে হয়, অধ্যবসায়ের মূল্য ইত্যাদি শিখেছি।’ এ বছর আবার ‘আয়রম্যান’ হওয়ার দৌড়ে শামিল হবেন সায়ামি। তিনি বলেন, এ বছর আরও কঠিন পথ নির্বাচন করেছি। নিজেকে আমি নিজেই ক্রমাগত তৈরি করছি। আমার হাতে মাত্র পাঁচ মাস সময় আছে। এর মধ্যেই দুটো ছবির শুটিং করছি। আর আমি এ–ও জানি যে ২৪ ঘণ্টা কেউ যদি সঠিকভাবে কাজে লাগাতে জানেন, তাহলে তা যথেষ্ট সময়।

নানা ব্যতিক্রম প্রকল্পে ভিন্ন স্বাদের চরিত্রে সায়ামিকে দেখা যাচ্ছে। ‘ঘুমর’ ছবিতে যেমন তাকে ক্রিকেটারের ভূমিকায় দেখা গিয়েছিল। অভিনেত্রী জানান, ‘আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ জানাতে ভালোবাসি। আমি মনে করি, বিনোদন দুনিয়ায় টিকে থাকা খুব কঠিন। অভিনেত্রী হিসেবে দর্শককে নতুন নতুন স্বাদ দেওয়া আমাদের দায়িত্ব। এখানে স্বীকৃতি পাওয়ার চেয়ে বেশি আমাদের সমালোচনার মুখোমুখি হতে হয়। আমার সঙ্গেও তা–ই ঘটেছে। তাই মনোবল না থাকলে এখানে হারিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। আর আমার বিশ্বাস, পরিবারের মানুষ পাশে থাকলে যে কোনো ধরনের মানসিক অবসাদ থেকে আমরা বের হয়ে আসতে পারব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ebk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন