English

25.4 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

দল খারাপ খেললে আমার ওপর রাগ দেখায় শাহরুখ: জুহি চাওলা

- Advertisements -

নাসিম রুমি: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) টিম কলকাতা নাইট রাইডার্সের মালিকানা আছে শাহরুখ খান ও জুহি চাওলার। শাহরুখ ও জুহির অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বের কথা সবাই জানে। কেকেআরের ম্যাচে দুই বন্ধুকে একসঙ্গে গ্যালারিতে দেখে খুশি হোন ভক্তরাও।

তবে এবার জুহি চাওলা জানালেন, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ চলাকালীন অসম্ভব টেনশনে থাকেন তিনি আর শাহরুখ খান। তার সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা তাঁর জন্য মোটেও সুখকর নয়। গ্যালারির টেনশনের অভিজ্ঞতা নিয়ে মুম্বাইয়ের রুটস টু রুটস ইভেন্টে এসব কথা বলেন জুহি।

কেকেআর নিয়ে শাহরুখ-জুহির আবেগও যে ম্যাচের সময়ে মাত্রা ছাড়ায়, তা ক্যামেরায় ধরা পড়ে মাঝেমধ্যেই। এবার জুহির কথায় তারই আভাস মিলল। জুহি জানিয়েছেন, কেকেআর যদি খারাপ খেলে, শাহরুখ নাকি চিৎকার করেন তাঁর ওপর।

জুহির কথায়, ‘দল খারাপ খেললে ও মাথা গরম করে, আর আমার ওপর রাগ দেখায়। আমি তখন বলি, কথাগুলো আমাকে না বলে টিমকে বলো!’ জুহি আরও বলেন, ‘আমাদের সঙ্গে বসে কেউ খেলা দেখলে তার খুব ভালো অভিজ্ঞতা হবে না।’

তবে জুহি জানিয়েছেন, গ্যালারিতে এমন অভিজ্ঞতা প্রায় সব দলের মালিকদেরই হয়। দল মাঠে খেলার সময় টেনশনে সব মালিকই ঘামতে থাকে।

উল্লেখ্য, শাহরুখ খানের বহু সিনেমায় সহ-অভিনেতা ছিলেন জুহি চাওলা। তাঁদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। শাহরুখপুত্র আরিয়ানের জামিনদারও হয়েছিলেন জুহি। মুম্বাই সেশন কোর্টে নিজে গিয়ে আরিয়ানের মুক্তির জন্য ১ লাখ রুপির জামিন বন্ডে স্বাক্ষর করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w0ld
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন