নাসি রুমি: আফরান নিশোর জন্মস্থান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। এ কারণে তার ছবি নিয়ে সেখানকার দর্শকের উন্মাদনায় আবেগের প্রাধ্যান্য বেশি। তবে সেখানে কোনো সিনেমা হল নেই। তাই বলে কি নিজ এলাকার সন্তানের নতুন ছবি উপভোগ করবেন না তারা? এই আফসোস ঘোচাতে স্থানীয় কয়েকজন নিজ উদ্যোগে উপজেলা কমপ্লেক্স ভাড়া করে নিশোর ‘দাগি’ প্রদর্শনের আয়োজন করেছেন।
আয়োজকদের একজন হাদি চকদার। তিনি বলেন, ছবিটি মুক্তির পরই আমরা প্রদর্শনের ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু সেসময় আফরান নিশো ভাইয়ের সাড়া পাইনি। এবার যোগাযোগ করে সাড়া পেয়ে উদ্যোগ নিয়েছি। আজ বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা থেকে ছবি প্রদর্শনের সরঞ্জামাদি নিয়ে এলাম। আগামীকাল ২ মে থেকে দাগি দেখানো হবে আমাদের ভূঞাপুরে।
আফরান নিশো উপস্থিত থাকবেন কি না জানতে চাইলে হাদি বলবেন, যেহেতু নিজের এলাকায় ছবি প্রদর্শনী চলবে নিশো ভাই অবশ্যই থাকবেন। তবে তিনি কবে আসবেন সে বিষয়ে এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। এখানে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিদিন ৪টি করে শো চলবে। প্রথম শো শুরু হবে বিকেল ৪টা থেকে।
গেল বছর মুক্তিপ্রাপ্ত নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমায় একইভাবে প্রদর্শন করা হয় ভূঞাপুরে। সেসময় তাদের উদ্যোগকে সাধুবাদ জানাতে অভিনেতা নিজে উপস্থিত হয়েছিলেন সেখানে।