নাসিম রুমি: ৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মালায়ালাম ভাষার সিনেমার মহাতারকা মোহনলাল। শনিবার (২০ সেপ্টেম্বর) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এমনটাই ঘোষণা করেছে।
তাকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “মোহনলাল উৎকর্ষতা ও বহুমুখী প্রতিভার প্রতীক।” দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানাতে গিয়ে মোদি তাকে এভাবেই বর্ণনা করেন।
তিনি আরও বলেন, “তার অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করুক।” পাশাপাশি মোদি উল্লেখ করেন, মোহনলাল শুধু মালায়ালামেই নয়, তেলুগু, তামিল, কন্নড় ও হিন্দি চলচ্চিত্রেও অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন।
জনপ্রিয় এই মালায়ালি অভিনেতা তার চার দশকের ক্যারিয়ারে ৪০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারত সরকার আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, শ্রী আর. মোহনলালকে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হবে’।
সেখানে আরও বলা হয়, “মোহনলালের অসাধারণ অভিনয় যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভারতীয় চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য কিংবদন্তী অভিনেতা, পরিচালক এবং প্রযোজককে সম্মানিত করা হচ্ছে। তার বহুমুখী প্রতিভা এবং নিরলস পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি সোনালী আদর্শ স্থাপন করেছে।”
আগামী ২৩ সেপ্টেম্বর, ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতার হাতে এই সম্মান তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি।
১৯৭৮ সালে মালায়ালাম চলচ্চিত্র থিরানোত্তম দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ মোহনলালের, যার মুক্তি সেন্সরশিপ সমস্যার কারণে বিলম্বিত হয়েছিল। ইরুভার, কিরিডাম, ভরতম, বনপ্রস্তম এবং কানমাদম সহ বেশ কয়েকটি প্রশংসিত এবং উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মোহনলাল। তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন, দুটি সেরা অভিনেতা, একটি বিশেষ জুরি উল্লেখ এবং অভিনয়ের জন্য একটি বিশেষ জুরি পুরস্কার ও সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি অ্যাওয়ার্ড।
ভারত সরকার তাকে ২০০১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী এবং ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছে।
সম্প্রতি ‘হৃদয়পূর্বম’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এটি সত্যন আন্থিকাড পরিচালিত একটি রোমান্টিক কমেডি ড্রামা এবং এতে অভিনয় করেছেন মালবিকা মোহনন, সঙ্গীতা মাধবন নায়ার এবং সঙ্গীত প্রতাপ।