English

27 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
- Advertisement -

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রিমেকে আপত্তি কাজলের

- Advertisements -

নাসিম রুমি: বলিউড মাইলস্টোন তৈরি করেছিল কাজল-শাহরুখের কালজয়ী ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। সেই সরষে ক্ষেত, রাহুল-সিমরণের বিরহ থেকে এক হওয়া এই সবকিছুই যেন সেই সময় একটা সময়ে নতুন ভালবাসার সংজ্ঞা তৈরি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। ব্যতিক্রম নয় এখনকার প্রজন্মও। কারণ কিং খান যে সব প্রজন্মের জন্য সর্বকালের লাভগুরু।

ত্রিশ বছর পেরিয়ে গেলেও এই ছবির প্রতি দর্শকের ভালোবাসা এতোটুকু ম্লান হয়নি। আজও রিল লাইফের রাজের দেখানো পথেই প্রেমিকার বাবার বিশ্বাস অর্জন করেন রিয়াল লাইফের রাজ’রা। কেমন হবে যদি সেই ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আবার ফেরত আসে দর্শকের সামনে নতুন আঙ্গিকে? আসলে দর্শকমহলে এই ছবির পার্ট-২ দেখার এক উন্মাদনা অনেক দিন ধরেই রয়েছে। ভক্তরা দীর্ঘদিন ধরেই দেখতে চাইছেন ঠিক কী হল রাজ আর সিমরণ ট্রেনে চড়ে চলে যাওয়ার পর? ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ পার্ট-২ প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন ছবির ‘সিমরণ’ কাজল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, ” ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে পার্ট-২’ কখনোই বানানো উচিত হবে না। কারণ এই ছবির একটা আলাদা মাধুর্য, আলাদা নস্টালজিয়া রয়েছে। তাই এর সিক্যুয়েল বানানোর কোনও দরকার নেই। ট্রেনে করে রাজ আর সিমরণ চলে যাওয়ার পর ঠিক কি হল তা না দেখানোতেই এই ছবির একটা আলাদা চমক রয়েছে। তাই সেটা যেমন আছে তেমনই রাখা উচিত।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5ddq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন