English

28 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহরুখ খানের বক্তব্য

- Advertisements -

নাসিম রুমি: গত ১৪ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকের প্রাণহানি ঘটেছে। বিষয়টি ভারতের ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নিয়েছে। শনিবার (২২ নভেম্বর) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন বলিউড বাদশা শাহরুখ খান।

এ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। এ মঞ্চে ২৬/১১ সন্ত্রাসী হামলা, পেহেলগাম হামলা এবং দিল্লি বিস্ফোরণের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহরুখ খান বলেন, “২৬/১১ সন্ত্রাসী হামলা, পেহেলগাম সন্ত্রাসী হামলা এবং সম্প্রতি দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিষ্পাপ মানুষদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এসব হামলায় শহীদ হওয়া আমাদের সাহসী নিরাপত্তাকর্মীদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।”

শাহরুখ খানের এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত সকলে করতালি দেন; যা ভুক্তভোগী ও নিরাপত্তা বাহিনীর প্রতি যৌথ শোক ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।

ভারতের নাগরিকদের প্রতি ঐক্য ‍ও সংহতির আহ্বান জানিয়ে শাহরুখ খান বলেন, “আজ আমাকে দেশের সাহসী সেনা ও জওয়ানদের জন্য এই চারটি সুন্দর লাইন আবৃত্তি করতে বলা হয়েছে…। যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আপনি কী করেন, গর্বের সঙ্গে বলবেন—‘আমি দেশকে রক্ষা করি।’ কেউ যদি জিজ্ঞাসা করেন আপনি কত টাকা উপার্জন করেন, একটু হেসে বলবেন—‘আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ উপার্জন করি।’ আর যদি তারা ঘুরে দাঁড়িয়ে আবার জিজ্ঞাসা করে—আপনি কি ভয় পান না? তাদের চোখে চোখ রেখে বলবেন—‘যারা আমাদের আক্রমণ করে, তারাই তা অনুভব করে…।”

শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শাহরুখ খান বলেন, “আসুন আমরা সবাই একসঙ্গে শান্তির পথে এগিয়ে যাই। আমাদের চারপাশের জাত, ধর্ম, বর্ণ ভুলে মানবতার পথে হাঁটি, আমাদের দেশের শান্তির জন্য যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমাদের মধ্যে যদি শান্তি থাকে, তবে ভারতকে কেউ নাড়া দিতে পারবে না।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wlsx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন