বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও সংগীতশিল্পী তালবিন্দরের সম্পর্ক যখন ‘টক অব দ্য টাউন’, ঠিক তখনই সামাজিক মাধ্যমে বোমা ফাটালেন গায়কের সাবেক প্রেমিকা সোনি কৌর। এটি শুধু এইচআইভি ও যৌনরোগের বিষয় নয় বলে জানালেন তিনি।
জানা গেছে, অভিনেত্রী দিশা পাটানির জীবনে টাইগার শ্রফ অতীত। এখন সুরকার ও সংগীত প্রযোজক গায়ক তালবিন্দর সিং সিধুর জীবনে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।
ইনডিপেনডেন্ট মিউজিক দুনিয়ায় বেশ নামডাক করেছেন এ গায়ক। শৈশবের বেশ কিছুটা সময় সান ফ্রান্সিসকোতে কাটিয়েছেন। সেখানেই হিপহপের মতো পশ্চিমা ঘরানার মিউজিকের সঙ্গে তার পরিচয়।
বর্তমানে বিশ্বজুড়ে খ্যাতিলাভ করেছেন তালবিন্দর সিং।
২০১৮ সালে সংগীত জগতে আত্মপ্রকাশ ঘটে। গুঞ্জন রয়েছে— সেই পাঞ্জাবি গায়কের সঙ্গেই নাকি বর্তমানে ডুবে ডুবে জল খাচ্ছেন দিশা পাটানি।
যেখানে দেখা যায়, পাপারাৎসিদের ফ্ল্যাশের ঝলকানি থেকে পাঞ্জাবি গায়ককে বাঁচাতে প্রাণপণ ছুটছেন মৌনি! এমনকি নূপুর শ্যাননের বিয়ের ককটেল পার্টিতেও মৌনির স্বামী সূর্য নাম্বিয়ারের সঙ্গে খোশগল্প করতে দেখা গেছে দিশা-তালবিন্দরকে। আর সেসব ফ্রেমবন্দি মুহূর্ত নিয়েই এখন বলিউডে আলোচনার শেষ নেই। এমন আবহেই ভাইরাল তালবিন্দরের সাবেক প্রেমিকা সোনি কৌরের ইঙ্গিতপূর্ণ পোস্ট।
ইনস্টাগ্রাম স্টোরিতে কারো নাম উল্লেখ না করেই পোস্ট করেন তিনি। সোনি লিখেছেন— এটি শুধু এইচআইভি ও যৌনরোগের বিষয় নয়, মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে।
