English

27 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

দীপিকাকে সমর্থন জানিয়ে রাকুল বললেন ‘কাজের একটা নির্দিষ্ট সময় থাকা প্রয়োজন’

- Advertisements -

নির্দিষ্ট কর্মঘণ্টার দাবি তোলে আলোচনায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার এ দাবির পক্ষে-বিপক্ষে মত জানিয়েছেন অনেকেই। এবার দীপিকাকে সমর্থন জানিয়ে নিজের মতামত তুলে ধরলেন আরেক বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকুল বলেন, প্রতিটা কর্মক্ষেত্রেই কাজের একটা নির্দিষ্ট সময় থাকা অত্যন্ত প্রয়োজন। আর তা সব বয়সেই পাল্টায় বা পাল্টানোর প্রয়োজন বলে আমি মনে করি। ষোলো বছর বয়সে যেভাবে আমরা কাজ করতাম সেভাবে নিশ্চয়ই পঁচিশ বছর বয়সে কাজ করব না। ঠিক যেভাবে কেউ আশা করবে না যে, অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তি অভিনেতা চৌদ্দ ঘণ্টা কাজ করবেন, ঠিক সেরকম। সকলের তার পরিস্থিতি বুঝে কাজের সময় নির্ধারণ করার অধিকার রয়েছে।

অভিনেতাদের প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরও বলেন, আমি একথা মানি, যে অভিনেতা বা সুপারস্টাররা আজকের দিনে আট ঘণ্টা শিফটে কাজ করেন তারা একটা সময় ক্যারিয়ারের শুরুতে ৪৮ ঘণ্টাও শুটিং করেছেন। একটা ফ্লোর থেকে আরেকটা ছবির শুটিং ফ্লোরে চলে যেতেন তারা। সেক্ষেত্রে শুধু শার্টটুকু পাল্টানোর হয়তো সময় পেতেন। কিন্তু বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তারাও নিজেদের কাজের ক্ষেত্রে সীমারেখা টেনেছেন। সুতরাং, কোনো অভিনেতা বা অভিনেত্রী যদি ভাবেন যে তার পারিবারিক পরিস্থিতি এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী তিনি নিজের ছবির শুটিংয়ে একটা নির্দিষ্ট সময় কাজ করতে চান, তাহলে তা অবশ্যই কার্যকর হওয়া উচিত।

উল্লেখ্য, মাতৃত্বের জার্নি শুরু করার পর আট ঘণ্টা শিফটে কাজ করার দাবি জানিয়ে পরপর দুটি বিগ বাজেটের ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা। তারপরও নিজের সিদ্ধান্তে অনড় নায়িকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m1i2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন