দীর্ঘ বিরতির পর আবারও উপস্থাপনায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তারিনকে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে আয়োজিত লাইভ কুইজ শো ‘আমাদের মুক্তিযুদ্ধ’র উপস্থাপনা করবেন তিনি।
অনুষ্ঠানে চার সেগমেন্টে দর্শকদের জন্য চারটি কুইজ থাকবে। এছাড়াও অনুষ্ঠানের প্রতি পর্বে একজন অতিথি থাকবেন। পাশাপাশি দর্শকরা এসএমএস’র মাধ্যমে কুইজে অংশগ্রহণ করবেন। প্রতিটি কুইজের উত্তর দিতে দর্শক চার মিনিট সময় পাবেন। টিভি স্ক্রলে দেওয়া নির্দিষ্ট নম্বরে এসএমএস’র মাধ্যমে উত্তর পাঠাবেন দর্শক। বাছাইয়ের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
আগামী ১১ ডিসেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘আমাদের মুক্তিযুদ্ধ’ সরাসরি সম্প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া ও অজয় পোদ্দার।
মাছরাঙা টিভির জনসংযোগ কর্মকর্তা রিয়াদ শিমুল জানান, দর্শকরা এতে এসএমএস’র মাধ্যমে কুইজে অংশগ্রহণ করবেন। আর বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন মোবাইল রিচার্জ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kiyw
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন