English

33.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

দুই মাধ্যমেই আলোচনায় বুবলী

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। কয়েক বছর ধরেই ঈদ উৎসবে নিয়মিত তার একাধিক সিনেমা মুক্তি পায়। এবারও তার ব্যতিক্রম নয়। এ ঈদেও তার অভিনীত দুটি সিনেমা মুক্তির কথা থাকলেও, অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জংলি নামের একটি সিনেমা। এম রাহিম পরিচালিত সিনেমায় বুবলীর সঙ্গি হয়েছেন সিয়াম আহমেদ। এ জুটির সঙ্গে সিনেমায় রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।

সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে, সঙ্গে অভিনয়ে প্রশংসাও কুড়াচ্ছেন বুবলী। এদিকে প্রেক্ষাগৃহে একটি সিনেমা মুক্তি পেলেও, একাধিক সিনেমা মুক্তির তালিকায় বুবলীর নাম এবারও রয়েছে। এ ঈদেও দুটি সিনেমাই মুক্তি পেয়েছে তার। ‘ছায়া’ নামে অন্য একটি সিনেমা ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হয়েছে। এ হিসাব কষলে এবারও ডাবল সিনেমা নিয়েই হাজির হলেন আলোচিত এ নায়িকা। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা দিতেই নির্মিত হয়েছে ‘ছায়া’ নামে এ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী । ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি ওটিটিতেই মুক্তি দেয়া হয়। ঈদের দিন থেকেই আইস্ক্রিনে সিনেমাটি দেখা যাচ্ছে। এদিকে প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্ম দুই মাধ্যমেই বুবলীর নতুন সিনেমা মুক্তি পাওয়াতে ভক্তদের পাশাপাশি বুবলীও বেশ উছ্বসিত। তাকে নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনা চলছে।

এ প্রসঙ্গে বুবলী বলেন, “ঈদের মতো একটি বড় উৎসবে আমার সিনেমা ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। এছাড়াও কয়েক বছর ধরেই একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে আমার। এ ঈদেও দুটি সিনেমা মুক্তির কথা ছিল । তারপর প্রেক্ষাগৃহে শুধু ‘জংলি’ মুক্তি পায়। তবে ওটিটিতে ‘ছায়া’ মুক্তি পাওয়াতে আমার দর্শকদের জন্য এবারও বুবলীর ডাবল সিনেমা মিস হয়নি। মুক্তির পর থেকে বেশ সাড়াও পাচ্ছি, পাশাপাশি দর্শক ভালোবাসায় আমি মুগ্ধ।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i5qz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন