নাসিম রুমি: অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি হারপার্স বাজার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন পরপর দুটি ছবিতে বাদ পড়ার পেছনের কারণ এবং কাজের ঘন্টা নিয়ে তার দৃষ্টিভঙ্গি। ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮’ ছবিতে নাম কাটার পর শুরু হওয়া বিতর্ক এখনও চর্চার বিষয়।
দীপিকা জানান, ‘মাতৃত্ব আমার জীবনে সবকিছু বদলে দিয়েছে। তুমি যখন একজন মা হবে, তখনই বুঝতে পারবে।
এখন আমি অনেক বেশি শ্রদ্ধা করি মায়েদের। নতুন মায়েদের কাজে ফিরে আসার সময় আরও সমর্থন দেওয়া উচিত। ’
শিল্পীদের ৮ ঘণ্টার কাজের প্রয়োজন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতিরিক্ত সময় কাজকে আমরা একটি স্বাভাবিক অঙ্গ হিসেবে ধরে নিই। কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য দিনে ৮ ঘণ্টা কাজ যথেষ্ট।
আপনি যদি সুস্থ থাকেন, তবেই সেরাটা দিতে পারবেন। একজন ক্লান্ত ব্যক্তিকে দিয়ে কখনোই ভালো কাজ করানো সম্ভব নয়। ’
দীপিকা আরও বলেন, ‘আমার অফিসে সোমবার থেকে শুক্রবার ৮ ঘণ্টা কাজ করি। পিতৃত্ব এবং মাতৃত্ব উভয়কেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়।
শিশুদের কর্মক্ষেত্রে নিয়ে আসার বিষয়টিও ভারতবর্ষে স্বাভাবিক করা উচিত। ’
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সন্তান দুয়াকে জন্ম দেওয়ার পর দীপিকা কিছুদিন কাজ থেকে বিরতি নেন। পুনরায় কাজে ফেরার সময় তার জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে দুই ছবি থেকে বাদ পড়ার পরেও তিনি শাহরুখ খানের ‘কিং’ ছবিতে ব্যস্ত, পাশাপাশি আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলি কুমার পরিচালিত AA22 x A6 ছবিতেও কাজ করছেন।
