একসময় বলিউডের মুন্নাভাইখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের জঙ্গি হিসাবে নাম জড়িয়েছিল। সে জন্য পাঁচ বছর সংশোধনাগারে থাকতে হয়েছিল অভিনেতাকে। খুনের আসামিদের সঙ্গে সংশোধনাগারে থাকার অভিজ্ঞতা কেমন ছিল সে কথাই জানিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে মুন্নাভাই।
এর আগে ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে উঠে এসেছিল সঞ্জয় দত্তের নাম। সেই সময় বেআইনি অস্ত্র রাখার অভিযোগের জেরে তাকে সংশোধনাগারে থাকতে হয়েছিল। সেখানে থাকাকালীন গোঁফ-দাড়ি কামিয়ে দেওয়ার জন্য সংশোধনাগারেরই আরেক কয়েদি এসেছিলেন তার কাছে। কথা বলতে গিয়ে সঞ্জয় জানতে পারেন, সেই কয়েদি দুটি খুন করেছেন। ওর নাম ছিল মিশ্র।
তিনি যখন দাড়ি কাটতে এসেছিলেন, সঞ্জয় জানতে চেয়েছিলেন— তিনি ঠিক কত দিন ধরে বন্দি রয়েছেন। মিশ্র জানিয়েছিলেন, তিনি ১৫ বছর ধরে সংশোধনাগারে রয়েছেন।
সঞ্জয় বলেন, দাড়ি কাটার সময়ে ওর হাতের রেজার যখন আমার গলার কাছে, আমি জানতে চাই ও কী করেছে। তখন ও-ই বলে— দুটো খুনের জন্য বন্দি ও। সঙ্গে সঙ্গে আমি ওর হাতটা চেপে ধরেছিলাম। কারন রেজার যদি আমার গলায় ঠুকিয়ে দেয়। ভাবা যায়, দুটো খুনের আসামি রেজার হাতে আমার দাড়ি কাটছে। এই হলো সংশোধনাগারের জীবন।
অভিনেতা বলেন, তার জীবনে কোনো কিছু নিয়েই আক্ষেপ নেই। শুধু একটাই আক্ষেপ— তার মা-বাবা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। ১৯৮১ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে মৃত্যু হয়েছিল আমার মা নার্গিসের। ২০০৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বাবা সুনীল দত্তের।