English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

দুবাই কনসার্টে নগর বাউল জেমস

- Advertisements -

দুবাই কনসার্টে সংগীত পরিবেশন করবেন নগর বাউল মাহফুজ আনাম জেমস। আর এখানে তার সঙ্গে আরও পারফর্ম করবেন জনপ্রিয় দুই রক ব্যান্ড ইউফোরিয়া ও স্ট্রিংস। যথাক্রমে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ব্যাপক জনপ্রিয় ব্যান্ড তিনটি এরমধ্যে আমন্ত্রণ পেয়েছে দুবাই সরকারের পক্ষ থেকে।

আর এমনটাই জানিয়েছেন নগর বাউল জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। ১৩ই মার্চ দুবাইয়ের বিখ্যাত ভেন্যু ‘দুবাই এক্সপো ২০২০’-এ এই রক উৎসবের আয়োজন হচ্ছে।

আর এটি আয়োজন করছে দেশটির সরকার। ১২ই মার্চ সন্ধ্যায় ঢাকার আর্মি স্টেডিয়ামের নির্ধারিত কনসার্ট শেষ করে ১৩ই মার্চ সকালে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন জেমস ও তার দল।

বিশেষ এই কনসার্ট প্রসঙ্গে রবিন ঠাকুর বলেন, এমন একটি ট্রাই-নেশন কনসার্টে অংশ নেয়া আনন্দের বিষয়।

করোনার কারণে তো সবই স্থবির হয়েছিল। এখন সেটি আবার উন্মুক্ত হচ্ছে। আশা করছি দুবাই থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরবো। দেশে ফিরেও আরও কিছু কনসার্ট রয়েছে আমাদের। এদিকে নতুন এ বছরে জেমস নতুন গানও প্রকাশ করবেন বলে জানালেন। এরইমধ্যে তার কাজও চলছে। তবে কবে নাগাদ গান প্রকাশ হবে তা এখনো নির্ধারিত হয়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qot5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন