English

29.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

দেবকে চেনেন না রুক্মিনীর বাবা!

- Advertisements -

নাসিম রুমি: টলিপাড়ার চর্চিত সম্পর্কের মধ্যে অন্যতম দেব-রুক্মিনী জুটি। তাদের পর্দায় উপস্থিতি থেকে শুরু করে পর্দার পিছনে থাকা সমীকরণ, সবটাই বার বার আলোচনার কেন্দ্রে জায়গা করে নেয়। ক্যারিয়ারের শুরু থেকেই রুক্মিনী মৈত্র পর্দায় জুটি বেঁধেছেন দেবের সঙ্গেই। একের পর এক ছকভাঙা গল্পে যেমন ধরা দিয়েছেন জুটি, তেমনই আবার প্রেমের গল্পও রয়েছে তাদের ঝুলিতে।

একসঙ্গে কোথাও এই জুটি ফ্রেমবন্দি হওয়া মানেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় সিনেপাড়ায়। যদিও এই জুটি নিজেদের সম্পর্কের খবর প্রকাশ্যে আনতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। একাধিকবার একে অন্যকে নিয়ে মুখ খুলে থাকেন তারা যে কোনও পরিস্থিতিতেই। সম্প্রতি তাদের দেখা গেছে ডান্স জুনিয়ার রিয়েলিটি শো-তে বিচারকের আসনে।

সেখানেই সবারর সামনে রুক্মিনী মৈত্রকে দেব নিজের স্ত্রী বলেই দাবি করেন। তবে বাস্তবে তাদের সম্পর্কের শুরুতে রুক্মিনীর বাড়িতে দেবকে নিয়ে ঠিক কেমন ধারণা ছিল, তা একবার নিজেই অভিনেত্রী খোলাসা করেছিলেন।

দিদি নম্বর ওয়ান রিয়েলিটি শো-তে ‘কিসমিস’ ছবির প্রচারের জন্য প্রথমবার দেব-রুক্মিনী জুটি উপস্থিত হয়েছিলেন। রুক্মিনী বরাবরই খোলা মনে আড্ডা দিতে পছন্দ করেন। তাই সেদিনও ব্যতিক্রম ঘটেনি। শেয়ার করে নিয়েছিলেন এক মজার কাহিনি। রুক্মিনীর বাবা নাকি চিনতেনই না দেবকে। দেব যখন প্রথম রুক্মিনীর বাড়ি গিয়েছিলেন এবং তার বাবার মুখোমুখি হয়েছিলেন, তখন দেবের থেকে তার পরিচয় জানতে চাওয়া হয়। কিছুটা অবাক হয়েই দেব উত্তর দিয়েছিলেন- ‘আমি দীপক অধিকারী, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি। রাজনীতির সঙ্গে যুক্ত’।

রুক্মিনীর এই কথা শুনে হেসে কুপোকাত সেটে থাকা সবাই। শো-এর সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়ও অবাক হয়ে যান রুক্মিনীর কথা শুনে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ywk0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন