English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
- Advertisement -

দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী

- Advertisements -

নাসিম রুমি: টালিউডের ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবারের মতো বড়পর্দায় আসছেন। আগামী ২৫ ডিসেম্বর ‘প্রজাপতি ২’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। তার বিপরীতে আছেন সুপারস্টার দেব।

এর আগে বর্ধমানেই বেড়ে ওঠা অভিনেত্রী ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বর্ধমান থেকে কলকাতায় আসা যে খুব সহজ ছিল, তা কিন্তু নয়। ছিপছিপে গড়ন আর উচ্চতাও চোখে পড়ার মতো অভিনেত্রীর উজ্জ্বল চোখ মুহূর্তেই নজর কেড়ে নেন সবার।

টেলিভিশন ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর পাকাপাকি কলকাতায় থাকা শুরু করেন অভিনেত্রী। ‘বধূঁয়া’ ধারাবাহিকে প্রথম তাকে দেখা গিয়েছিল। তারপরেই আসে বড়পর্দায় কাজের সুযোগ।

নাটকে নজর কাড়েন দেবের। পরবর্তী সময়ে তার নতুন সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রজাপতি ২’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে করতে দেখা যাবে তাকে। ইতোমধ্যে তাকে বেশ কিছু ঝলক দেখে ফেলেছেন সিনেমাপ্রেমী দর্শকরা।

সেভাবে পরিবারের কেউ ইন্ডাস্ট্রিতে না থাকলেও কিন্তু দেবের নায়িকা হয়ে গেলেন বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেন, প্রতিদিন বর্ধমান আর কলকাতা যাতায়াত করতাম। মা-বাবা পাশে ছিলেন। তথাকথিত রক্ষণশীল ভাবনাচিন্তার ঘেরাটোপে কখনো পড়তে হয়নি আমাকে। যেটা করতে চেয়েছি, সেটাই করতে পেরেছি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে প্রথম সুযোগ পাওয়ার কথা জানান জ্যোতির্ময়ী। তিনি বলেন, ইনস্টাগ্রামে নিজের একটা ছবি পোস্ট করেছিলাম। তখন কিছুই বুঝতাম না। বয়সও আর একটু কম ছিল। মা-বাবাও জানতেন না সে কথা। তখন আমার ছবি দেখে এক দিদি ফটোশুটের কথা বলেছিলেন। প্রথমে ভেবেছিলাম টাকাপয়সা দিতে হবে। তারপর তিনিই আশ্বস্ত করেন, সেসবের কোনো ব্যাপার নেই।

এভাবেই অভিনয় জগতের সঙ্গে পরিচয় জ্যোতির্ময়ীর। তবে এভাবে যে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে কাজের সুযোগ এসে যাবে, তা কখনো বিশ্বাস করতে পারেননি অভিনেত্রী। জ্যোতির্ময়ী বলেন, শুটিংয়ে বুঝতেই পারিনি এত বড় তারকার সঙ্গে কাজ করছি। তাই আমার পক্ষে অভিনয় করা সহজ হয়েছিল।

তাহলে আগামী দিনে কি ছোটপর্দায় আর দেখা যাবে না জ্যোতির্ময়ীকে? এমন প্রশ্নের উত্তরে কোনো কিছু এখনই চূড়ান্ত বলা তার পক্ষে মুশকিল। তবে আপাতত ২৫ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছেন তিনি। সে দিনই মুক্তি পাবে ‘প্রজাপতি ২’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gesu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন