English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা

- Advertisements -

বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জুলাই পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো- আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে।

বহুল কাঙ্খিত এই সিনেমা মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার এবং ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি আলোচনার তুঙ্গে। এটিকে বছরের সবচেয়ে কাঙ্খিত সিনেমা বললেও খুব একটা ভুল হবে না।

‘সুপারম্যান’-এর পাশাপাশি একইদিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘কারাতে কিড: লিজেন্ডস’। বিশ্বের অন্যান্য দেশে এরইমধ্যে মুক্তি পাওয়া এই সিনেমাটিও দর্শকমহলে দারুণ সাড়া জাগিয়েছে।

সুপারম্যান
জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ হতে চলেছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান।

সুপারম্যানকে সবসময়ই দেখা যায় নানা সমস্যাকে মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে। জানা গেল, এবারের সিনেমাটি শুধু অ্যাকশনের নয় বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরবে।

কারাতে কিড: লিজেন্ডস
বিশ্বজুড়ে কুংফু কারাতে আর জ্যাকি চ্যান ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। মার্শাল আর্ট অ্যাকশন সিনেমার সুপারস্টার জ্যাকি চ্যান আবারও পর্দায় এসেছেন ভক্তদের আকাঙ্খা পূরণে। এবারের সিনেমা ‘কারাতে কিড: লিজেন্ডস’। এটি কারাতে কিড ফ্র্যাঞ্চাইজির একটি নতুন কিস্তি যেখানে জ্যাকি চ্যান মিস্টার হান এবং রাফ মাচ্চিও ড্যানিয়েল লারসোর ভূমিকায় অভিনয় করেছেন।

‘কারাতে কিড: লিজেন্ডস’ মূলত ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’ সিনেমার একটি সিক্যুয়েল এবং একইসঙ্গে  ‘কোবরা কাই’ টেলিভিশন সিরিজের একটি ধারাবাহিক। এতে জ্যাকি চ্যান তার ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’ সিনেমার মি. হ্যান চরিত্রেই ফিরে এসেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b4ji
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন