English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
- Advertisement -

দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনাই নতুন বছরের চাওয়া: জেমস

- Advertisements -

নাসিম রুমি: নতুন বছরকে সামনে রেখে দেশের মঙ্গল কামনাকেই নিজের প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন নগরবাউল জেমস। তার ভাষায়, বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে দেশের কল্যাণ কামনাই সবচেয়ে বড় চাওয়া।

জেমস বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সবার জন্য নিরাপদ জীবনযাপন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা আরও দৃঢ় হোক-এটাই তার প্রত্যাশা।

তিনি মনে করেন, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে যা কিছু ভালো ও ইতিবাচক, তার পক্ষেই সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরী।

নতুন বছরের আগমন প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, সময় নদীর স্রোতের মতো-চাইলেও একে থামিয়ে রাখা যায় না। পৃথিবীর নিয়মেই বছর আসে, বছর যায়। সেই ধারাবাহিকতায় শুরু হলো ইংরেজি ২০২৬ সাল। তবে নতুন বছরের এই সূচনা মানেই নতুন স্বপ্নের বুনন, আর সেই স্বপ্ন পূরণে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই-এমনটাই বিশ্বাস করেন তিনি।

নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা বলতে গিয়ে জেমস জানান, তিনি তো মূলত গানের মানুষ। তাই নতুন বছরেও সুরের নেশায় মঞ্চ থেকে মঞ্চে ছুটে বেড়াবেন। পাশাপাশি ব্যস্ততার মাঝেও কাছের মানুষদের সময় দেওয়ার ইচ্ছা থাকবে। শখের তালিকায় থাকা ছবি তোলার মতো দু-একটি আগ্রহও পূরণ করতে চান তিনি।

সব মিলিয়ে নতুন বছরে ব্যক্তিগত পরিকল্পনার চেয়েও দেশের কল্যাণ এবং ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশাকেই অগ্রাধিকার দিচ্ছেন এই কিংবদন্তি রক তারকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0xmb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন