English

32.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

দোকানদারের অপমানের জবাবে যা করলেন অমিতাভ

- Advertisements -

নাসিম রুমি: লন্ডনের এক দোকানে গিয়ে অপমানিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। এক দোকানদার নাকি খুব রূঢ় আচরণ করেছিলেন তার সঙ্গে। ঠিক কী ঘটেছিল? তা নিজেই জানিয়েছেন বিগ বি।

সম্প্রতি একটি কুইজ প্রতিযোগীতার অনুষ্ঠানে এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, কোনও কিছু কেনার আগে কি দাম দেখে নেন অমিতাভ বচ্চন?

জবাবে অভিনেতা জানান, কিছু কেনার আগে অবশ্যই দাম যাচাই করে নেওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। যে কোনও মানুষই এটা করতে পারেন বলে জানিয়েছিলেন বিগ বি।

তারপরে এই বিষয়ে ব্যক্তিগত একটি ঘটনা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই সঙ্গে নিজের সম্মান কী ভাবে রক্ষা করতে হয়, সেই পরামর্শও দিয়েছিলেন বলিউড শাহেনশাহ।

লন্ডনের এক দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন অমিতাভ। টাই কিনতে গিয়েছিলেন তিনি। একটি টাই হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন। তখন দোকানদার নাকি অমিতাভের সঙ্গে রূঢ় আচরণ করেন।

সেই দোকানদার ভেবেছিলেন, ওই টাই কেনার সামর্থ নেই অমিতাভের। বিগ বি সেই ঘটনা উল্লেখ করে বলেন, “আমরা কেনাকাটা করছিলাম। হঠাৎ একটি টাই দেখতে শুরু করি। তখন দোকানদার খুব রূঢ় কণ্ঠে আমাকে জানান, ওই টাইয়ের দাম ১২০ পাউন্ড (১৩,৮১৪ টাকা)।”

এই কথা শুনে রেগে যাননি অমিতাভ। বরং মার্জিতভাবে উত্তর দিয়েছিলেন তিনি। চমকে গিয়েছিলেন সেই দোকানদার।

অমিতাভ বলেন, “আমি ওই ব্যক্তির দিকে ঘুরে তাকাই এবং শান্ত কণ্ঠে বলি, এমন ১০টা টাই আমাকে প্যাক করে দিন।’

‘ভারতীয়দের আত্মবিশ্বাস ও দৃঢ়তা প্রকাশ পেয়েছিল সেই ঘটনায়। নিন্দা করলেও চোখে চোখ রেখে কথা বলতে পারি আমরা। বুঝিয়ে দেওয়া দরকার ছিল, আমাদের ছোট করা যাবে না।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3lnd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন