English

27 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

দোকানির খারাপ ব্যবহার, জবাবে যা করেছিলেন অমিতাভ

- Advertisements -

নাসিম রুমি: মহাতারকা অমিতাভ বচ্চন মাটিতে পা ফেলেই পথ চলতে পছন্দ করেন। একবার তিনি নাকি কেনাকাটা করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েন। সম্প্রতি, সেই পুরনো স্মৃতি শেয়ার করেছেন বিগ বি।

কন বনেগা ক্রোড়পতির ষোড়শ সিজনের শুটিংয়ে এক প্রতিযোগীর প্রশ্নের উত্তরে, অতীতের অভিজ্ঞতা শোনান অভিনেতা।

অমিতাভ কোনও পছন্দের জিনিস কিনতে হলে আগে দাম জিজ্ঞাসা করেন কি না, অভিনেতার কাছে জানতে চান ওই প্রতিযোগী। অমিতাভ জানান, তিনি দাম দেখেই জিনিস কিনে থাকেন। কথা প্রসঙ্গেই লন্ডনে এক দোকানের অভিজ্ঞতা ভাগ করে নেন অমিতাভ।

তিনি বলেন, কেনাকাটার মাঝে আমি একটা টাই দেখছিলাম। দোকানদার তখন খুব বিরক্ত হয়ে জানান টাইটির দাম ১২০ পাউন্ড (ভারতীয় মূল্যে প্রায় ১৩ হাজার ১৫০ টাকা)।

মূলত অমিতাভের পরিচয় ওই দোকানি জানতেন না। তাই তিনি ভেবেছিলেন, দামি টাই অমিতাভ হয়তো কিনতে পারবেন না।

অমিতাভ জানান, তারপর তিনি ওই দোকানির কাছ থেকে ১০টি টাই কিনে নেন।

অমিতাভের বলেন, কখনও কখনও ভারতীয় মেজাজ এবং মনোবলটাও দেখানোর প্রয়োজন হয়। আমাদের যে অবজ্ঞা করা উচিত নয়, সেটা কখনও কখনও বুঝিয়ে দিতে হয়।

এদিকে অমিতাভকে সম্প্রতি ‘কল্কি ২৮৯৮এডি’ ছবিতে দেখেছেন দর্শকরা। ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। খুব শিগগিরই রজনীকান্তের সঙ্গে একটি দক্ষিণী ছবির শুটিং শুরু করবেন অমিতাভ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kn27
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন