নাসিম রুমি: ৫৮ বছর বয়সেই বলিউড অভিনেতা ও নির্মাতা আরবাজ খান দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন। স্ত্রী সুরা খান বর্তমানে অন্তঃসত্ত্বা। এতদিন পাপারাজ্জিদের চোখ এড়িয়ে চললেও অবশেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এলেন আরবাজ।
আরবাজ খানের জন্মদিনের আগের রাতে স্ত্রীকে নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে। প্রথমে ক্যামেরার সামনে আসতে না চাইলেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখেই পোজ দেন সুরা।
দু’জনকে একসঙ্গে দেখে স্পষ্ট, খুব শিগগিরই খান পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে।
সুরা খান পেশায় একজন জনপ্রিয় রূপটান শিল্পী। আরবাজের সঙ্গে বিয়ের পর থেকেই তারা ছিলেন একান্তে, আলোচনার বাইরে। তবে এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে জনসমক্ষে এসে খুশির খবর যেন নিজের মুখেই জানান দিলেন অভিনেতা।
উল্লেখ্য, মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ খান। যদিও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। হঠাৎ করেই সুরার সঙ্গে ঘর বাঁধেন তিনি। এখন তারা অপেক্ষায় নিজেদের প্রথম সন্তানের জন্য—যা আরবাজের জীবনে দ্বিতীয়বার বাবা হওয়ার অভিজ্ঞতা হতে চলেছে।