English

31 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

দ্বিতীয় সপ্তাহে নতুন করে ১০ প্রেক্ষাগৃহ ‘অপারেশন সুন্দরবন’

- Advertisements -

নাসিমরুমি: ‘ঢাকা অ্যাটাক’র মাধ্যমে দেশীয় সিনেমার দর্শকদের নতুনত্বের স্বাদ দিয়েছিলেন অভিষিক্ত নির্মাতা দীপঙ্কর দীপন। বহুল আলোচিত সেই সিনেমার পর নতুন কিছু নিয়ে আসতে বেশ লম্বা সময় নিলেন এই পরিচালক। মাঝে করোনার কারনে দুই বছরের স্থবিরতাও এর একটি কারন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। প্রথম সপ্তাহে সিনেমাটি দর্শকদের কাছে ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। জানা গেছে সেই ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে নতুন করে ১০ প্রেক্ষাগৃহে প্রদর্শীত হতে যাচ্ছে দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি।

Advertisements

প্রথম সপ্তাহে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন পাওয়া গেলো দ্বিতীয় সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকায়। সিনেমাটির প্রযোজনা সূত্রে জানা গেছে দ্বিতীয় সপ্তাহে দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার তালিকায় যুক্ত হলো নতুন করে ১০টি প্রেক্ষাগৃহ। প্রথম সপ্তাহের ৩৫টি প্রেক্ষাগৃহের সাথে নতুন দশটির সাথে সিনেমাটির মোট প্রেক্ষাগৃহের সংখ্যা দাঁড়াচ্ছে ৪৫টি। প্রথম সপ্তাহের মত দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে একই চিত্র দেখা গিয়েছিলো ‘পরাণ’ এবং ‘হাওয়া’ সিনেমার ক্ষেত্রেও।

Advertisements

প্রসঙ্গত, র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্র্রযোজিত এই সিনেমায় সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশপ্রেম, রোমাঞ্চ, রহস্য, সাহস, দীর্ঘদিনের অপরাধের শেকড় উন্মোচন, অপরিসীম প্রতিকূল এবং রহস্যে ঘেরা বনভূমি সুন্দরবনের গল্প ক্যামেরা বন্দী করছেন দীপঙ্কর দীপন। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন নাজিম-উদ-দৌলা।

তারকাবহুল এই সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, দর্শণা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়া প্রমুখ। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরুর আগে এক বছরের অধিক সময় সুন্দরবনের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন পরিচালক দীপংকর দীপন ও তার টিম।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন