English

26.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

নকল সেই সালমান খানকে গ্রেপ্তার করল পুলিশ

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা মেগাস্টার সালমান খান। তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের পাগলামীর শেষ নাই। বিশ্বব্যাপী রয়েছে তার ভক্তকুল। কেউ যেমন পর্দায় তাকে দেখতে মুখিয়ে থাকে, কেউ বা অভিনেতার কপি করে বিনোদন দেয় সবাইকে। তেমনই এক অনুরাগী আজম আনসারী।

সালমান খানকে কপি করে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করেন তিনি। তবে এবার সালমান খানের জন্য বেশ বিপাকেই পড়েছেন এ ভক্ত।

আজম দাবি করেন, তাকে নাকি সালমানের মতোই দেখতে। সালমান খানকে নকল করে নানা রকমের ‘কনটেন্ট’ তৈরি করেন তিনি।

ইনস্টাগ্রামে আজমের ১ লাখের বেশি ফলোয়ার। এবার সেই আজমকেই গ্রেপ্তার করল পুলিশ। সম্প্রতি লখনউয়ের ঠাকুরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

এবিপি লাইভের প্রতিবেদন অনুসারে, আজমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নাকি রাস্তা আটকে লোকজনের সঙ্গে তর্ক করছিলেন এবং রাস্তায় যানজটের সৃষ্টি করছিলেন।

এখানেই শেষ নয়, হাতে বন্দুক নিয়ে রিল তৈরি করছিলেন আজম আনসারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট করে ঘটনার জানান দিয়েছেন সালমান ভক্ত আজম।

একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে এক কাপ চা খেতে দাঁড়িয়েছিলেন মাত্র। কিন্তু পুলিশ তাকে সেখান থেকেই তুলে নিয়ে এসেছে। পুলিশের গাড়ি থেকেই সেই ভিডিও পোস্ট করেছেন আজম। সব কয়টি ভিডিওতে আজম সরাসরি সালমান খানকে ট্যাগ করেছেন।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন আজম আনসারী তার লাইসেন্সের মেয়াদ ২০২২ সালেই শেষ হয়ে গিয়েছে। তবে আজম একটি ভিডিওতে বলেছেন, আমার বন্দুকের লাইসেন্স বাতিল করা হচ্ছে। আমাকে যদি কেউ গুলি করে দেয়, তার দায় কে নেবে? আমাকে সাহায্য করুন। সঠিক কথা বলুন। কেউ আমাকে বাঁচাতে এলো না। সারা রাত আমি আটকে পড়ে থাকলাম।

সালমানের এ অনুরাগী আরও বলেন, রাতে পুলিশ আমাকে মারধর করেছে খুব। আমাকে কারাগারে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আপনারাই বলুন, আমি কী করেছি?

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ktae
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন