চলতি বছর একাধিক কাজ দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সাফা কবির। চলতি ঈদেও বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি। প্রতিটি কাজেই ভিন্নতা রাখার চেষ্টা করেছেন বলে জানান সাফা।
তিনি মনে করছেন বরাবরের মতো এই ঈদেও তার কাজগুলো দর্শকরা পছন্দ করবেন। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে সাফার ‘নগর প্রজাপতি’। রুবেল অনুশের পরিচালনায় নাটকটিতে সাফা খায়রুল বাসারের সাথে জুটি বেঁধেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/03l0