English

33.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

নচিকেতা গাইলেন একুশের গান

- Advertisements -

কাঁটাতার দেয়াল হয়ে থাকলেও ভাষার সম্পর্কে পরম আত্মীয় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ। দুই অঞ্চলের মানুষের মনে বাংলা ভাষা নিয়ে আবেগ-ভালোবাসা অন্তহীন।

সেই সুবাদেই বাংলাদেশের ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারির চেতনায় রচিত একটি গানে কণ্ঠ দিলেন কলকাতার নন্দিত শিল্পী নচিকেতা চক্রবর্তী।

গানের শিরোনাম ‘একটা একুশ লাগে’। এতে নচিকেতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাইদা সম্পা। গোলাম মোর্শেদের কথায় গানটির সুর-সংগীত করেছেন অন্তু গোলন্দাজ।

গানটির রচয়িতা গোলাম মোর্শেদ বললেন, ‘একুশ আমাদের অহংকার। আমাদের এই বাংলা ভাষার জন্য রফিক, সালাম, জব্বার ও বরকতসহ অনেকে জীবন দিয়েছেন। সেই বাংলা ভাষার জন্য গান করা উচিত। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই এ গানের কথাগুলো সাজালাম। শ্রোতারা এ গান থেকে একুশের দিনগুলো সম্পর্কে জানতে পারবে বলে আশা করছি। নচিকেতার কণ্ঠে গানটি দারুণ প্রান পেয়েছে। তার সঙ্গে সম্পার কন্ঠের আবেদন অন্যরকম মাত্রা যোগ করেছে।’

অন্যদিকে গায়িকা সম্পার ভাষ্য, ‘নচিকেতা দাদা আমার পছন্দের একজন শিল্পী। জীবনমুখী গানের জন্য তিনি সব সময় এগিয়ে থাকেন। আমাদের দুজনের এই গান একুশের প্রতি ভালোবাসা থেকেই করেছি।’

আগামী ২১ ফেব্রুয়ারি গান জানালা নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0du6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন