English

28 C
Dhaka
রবিবার, মে ২৫, ২০২৫
- Advertisement -

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন শবনম মুশতারী

- Advertisements -

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য প্রতি বছর বাংলা একাডেমি পুরস্কার প্রদান করে আসছে। এবার ‘নজরুল পুরস্কার ২০২৫’ পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির সহপরিচালক (জনসংযোগ উপবিভাগ) মো. রফিকুল ইসলাম।

আগামীকাল রবিবার (২৫ মে) বিকেল ৪টায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে শিল্পী শবনম মুশতারীর হাতে ‘নজরুল পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হবে। এ বছর নজরুল গবেষণার জন্য অনন্য অবদান রাখার জন্য নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হককেও এ পুরস্কার প্রদান করা হবে।

শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। তার বাবা নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা মহাসচিব কবি তালিম হোসেন। মা মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলাবিষয়ক পাতার সম্পাদক, কথাসাহিত্যিক। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুল সংগীতশিল্পী।

বিবাহিত জীবনে শবনম মুশতারীর এক ছেলে, এক মেয়ে রয়েছে। ছেলে পাইলট ও মেয়ে বিয়ে করে সংসারী। শবনম মুশতারীর দুই ভাই শাহরিয়ার চৌধুরী ডেটা অ্যানালিস্ট ও হাসনাইন চৌধুরী বিমানের ক্যাপ্টেন। নজরুলসংগীতের এই শিল্পীর সংগীত ক্যারিয়ার শুরু হয় ষাটের দশকে। আধুনিক ও নজরুলের ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।

বর্তমানে শিল্পী শবনম মুশতারী স্মৃতিবিভ্রমসহ নানা অসুখে ভুগছেন। তিনি বাকশক্তিহীন, চলাচলও করতে পারেন না। কাউকে চিনতেও কষ্ট হয়। কিছুই মনে রাখতে পারেন না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন