English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

নতুন করে ১ কোটি ৪৫ লাখ টাকা অনুদান, সিনেমা বানাবেন রাজু-দীপন

- Advertisements -

চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরে নতুন করে দুটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় সরকারি অনুদান ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সিনেমা দুটি প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ২০ জুন এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধভিত্তিক ও সাধারণ শাখায় এই অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ‘আকাশ যুদ্ধ’ সিনেমা, এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন দীপংকর দীপন।

সাধারণ শাখায় ৭০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘চাদর’ সিনেমা, এটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন রাজু।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ৮ জুন ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন মর্মে উপস্থিত কমিটির সদস্যরা মতামত ব্যক্ত করেন। সেই লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাত থেকে বিএফডিসির প্রস্তাবিত দুটি চলচ্চিত্রের অনুকূলে অর্থ বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে ১৫ জুন মুক্তিযুদ্ধভিত্তিক দুটি ও সাধারণ শাখায় ১৭টিসহ মোট ১৯টি সিনেমাকে অনুদানের সিদ্ধান্ত নেয় সরকার।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন