English

26.7 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

নতুন গানে ব্যস্ত সংগীতশিল্পী আতিয়া আনিসা

- Advertisements -

গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের সংগীতশিল্পী আতিয়া আনিসা। প্লেব্যাক, অডিও, স্টেজ- প্রতিটি মাধ্যমেই নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে বেশকিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন এ গায়িকা। মাঝে অসুস্থতার কারণে খানিক বিরতিতে ছিলেন। এরপর পরিবারের সঙ্গে কক্সবাজারে সুন্দর একটি সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন। এখন বিভিন্ন ব্যস্ততার মধ্যদিয়ে যাচ্ছে তার সময়। সবশেষ ‘সেপারেশন’ নাটকে ‘এমন করে আর চাই না’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে তার। আভরাল সাহিরের সঙ্গে তার গাওয়া এ গানটি বেশ প্রশংসা কুড়াচ্ছে।

অন্যদিকে এর বাইরে আরটিভি মিউজিক থেকে ‘ভ্রমর কইয়ো গিয়া’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন আনিসা। এর সংগীত করেছেন জে কে মজলিশ। এখান থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন তিনি। নিজের ব্যস্ততা প্রসঙ্গে আনিসা বলেন, ক’দিনে নতুন কয়েকটি গান প্রকাশ হয়েছে। এগুলো থেকে ভালো সাড়া মিলছে। নতুন একটি ছবিতেও প্লেব্যাক করলাম। তাছাড়া অনন্ত বর্ষার ‘দিন দ্যা ডে’ ছবিতেও ইমরান ভাইয়ের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছি।
কয়েকটি নতুন গানের কথা চলছে। সেগুলোও করবো সামনে। স্টেজের কী অবস্থা? এ শিল্পী বলেন, মধ্যে করোনার কারণে এমনিতেই শো বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। আমি শো করি খুব কম। কারণ আমার বাবা চান আমি যেন মৌলিক গানের ওপর গুরুত্ব দেই। স্টেজ তাই খুব বেছে অল্পসংখ্যক করছি। গান নিয়ে নিজের পরিকল্পনা নিয়ে আনিসা বলেন, আমার আসলে সবে শুরুই মনে করি আমি। এখনো অনেককিছু শিখছি। মিউজিক ইন্ডাস্ট্রির মানুষেরা খুব সহযোগিতা করছেন। আমি এমন কিছু গান করতে চাই যা মানুষের মাঝে দীর্ঘদিন টিকে থাকবে। সেই লক্ষ্যেই কাজ করছি। নাটক, সিনেমা, অডিও- এই তিন জায়গাতেই কাজ করছি। এভাবেই যেন কাজ করে যেতে পারি সবার দোয়া চাই।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/z45a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন