দীর্ঘ তিন বছরের বিরতি ভেঙে আবার চলচ্চিেত্র অভিনয়ে ফিরছেন চিত্রনায়িকা ফারিন খান। সম্প্রতি তিনি একটি থ্রিলার চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।
নতুন ছবি প্রসঙ্গে নায়িকা ফারিন জানান, ‘ছবিটির গল্প পছন্দ হওয়ায় কাজটি করতে রাজি হয়ে গেলাম। এখানে আমাকে দুইটি বিপরীত চরিত্রে দেখবেন দর্শক। এস এইচ কে গ্লোবাল একটি নতুন প্রোডাশন হাউজ। তাদের এখন পর্যন্ত যা পরিকল্পনা তাতে প্রত্যাশা করছি ভালো কিছু হবে।’
তিনি আরও বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবির নাম, পরিচালক ও অন্যান্য শিল্পী কলাকুশলীদের নাম প্রকাশ করা নিষেধ আছে। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান বিস্তারিত জানাবেন সবাই।’
ফারিন খান জানান, ‘নতুন চলচ্চিত্র বাদে আরও দুইটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শিগগিরই বিস্তারিত আনুষ্ঠানিক ভাবে জানাবেন।’
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এই ছবিতে ফারিনের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রোশানের।
শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি মুক্তির পরই নতুন মুখ হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসেন এই নায়িকা। তারপর পড়াশোনা আর পারিবারিক ব্যস্ততার কারণে মাঝের তিন বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন