English

25.1 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

নতুন পরিচয়ে অমিত হাসান

- Advertisements -

সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। নব্বইয়ের দশকের এই অভিনেতাকে এখন আর আগের মতো খুব একটা দেখা যায় না পর্দায়। তবে তার সরব উপস্থিতি পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায়ই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেন নিজের লেখা কবিতা।

ইতিমধ্যেই প্রায় শতাধিক কবিতা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। এবার সেখান থেকেই বাছাইকৃত ৫০টি কবিতা নিয়ে প্রকাশ করতে যাচ্ছেন বই।

অমিত হাসান জানান, বেশ কয়েকটি প্রকাশনী তার কবিতা প্রকাশ করতে চেয়েছে। এরমধ্যে ‘আদর্শ প্রকাশনী’ ও ‘সময় প্রকাশনী’র সঙ্গে কথা বেশ খানিকটা এগিয়েছে।

অভিনেতার কথায়, ‘আরও আগেই কবিতাগুলো বই আকারে প্রকাশিত হওয়ার কথা ছিল। সময়ের অভাবে গুছিয়ে উঠতে পারিনি। এবার সব গুছিয়ে এনেছি। খুব শিগগির পাঠকের হাতে বইটি তুলে দিতে চাই।’

আপাতত নতুন কোনো কাজ নেই অমিত হাসানের হাতে। জানিয়েছেন, চলতি মাসের শেষদিকে যুক্তরাষ্ট্রে যাবেন। থাকবেন বেশ কিছুদিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4vb9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন