দুই মাস আগে পোস্ট করা তার নাচের ভিডিও এখনো ট্রেন্ডিং লিস্টে জ্বলজ্বল করছে। ইউটিউবে ‘নাচ মেরি রানি’র ভিউ বাড়তে বাড়তে ২৫ কোটি ছুঁয়েছে এরই মধ্যে। তবে বলিউডের ‘মিস ফ্লেক্সিবল’ নোরা ফাতেহি এটুকুতেই সন্তুষ্ট নন। ভক্তদের জন্য আরও একটি নাচের ভিডিও বানানোর প্রস্তুতি নিয়েছেন।
সোশাল মিডিয়ায় সেই নাচের মহড়ায় ভক্তদের উঁকি দেওয়ার ব্যবস্থাও করেছেন। ভিডিও’র ছোট্ট একটু অংশ তুলে দিয়ে ভক্তদের উস্কে দিয়েছেন নোরা। আর তাতেই তার পরের নাচ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। বলার অপেক্ষা রাখে না ‘দিলবার দিলবার’ গানের ভিডিও দিয়ে বাজিমাত করা নোরা আবারও নাচের ঝড় তুলবেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/px0n
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন