কিং খানের নয়া লুকে মাতোয়ারা ভক্তরা। তবে এই লুক কি জওয়ানের সিক্যুয়েলের জন্য? এমনটাই প্রশ্ন তুলেছেন অসংখ্য অনুরাগী।
কেউ কেউ আবার মনে করছেন, ‘বাদশা’র এই নতুন রূপ পরিচালক জুটি রাজ ও ডিকের নতুন সিনেমার জন্যও হতে পারে।
কারণ যাই হোক, শাহরুখের ভোলবদলের সাক্ষী অনুরাগীরা হতে পারলেন আইফা পুরস্কারের সাংবাদিক বৈঠকের জন্য। শাহরুখের পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন করণ জোহর, রাণা দাগ্গুবাতির মতো তারকা। মজার ছলে শাহরুখের পা ছুঁয়ে প্রণাম করেন রাণা। তাতেই হেসে ফেলেছেন ‘বাদশা’। পরে তাকে জড়িয়েও ধরেন।
জানা গেছে, এবারে আইফার পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে আবুধাবিতে। ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। নাচ, গানে, সঞ্চালনায় দর্শকদের মন কাড়বেন ভিকি কৌশল, অভিষেক ব্যানার্জি, ভিকি কৌশলরা। একই অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার পুরস্কারও নাকি দেওয়া হবে। সেই অংশের সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে রাণা দাগ্গুবাতিকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/y4nx