তবে এটি সিনেমা নাকি বিজ্ঞাপনের লুক, সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও ধারনা করা হচ্ছে ‘সিতারে জামিন পার’-এর জন্যই এমন বিচিত্র লুক আমিরের। সিনেমাটির মাধ্যমে ১৬ বছর পর ‘তারে জমিন পার’ অভিনেতা দার্শিল সাফারির সঙ্গে জুটি বাঁধছেন আমির। দার্শিল নিজেও আমিরের বেশকিছু লুক শেয়ার করেছেন।
দর্শিলের শেয়ার করা পোস্টে আমিরকে কখনও মহাকাশচারীর বেশে, কখনও আবার পুরনো কোনও এক ঐতিহাসিক আবিষ্কারকের ভূমিকাতেও দেখা গেছে। দার্শিল অবশ্য এই নতুন লুকের বিষয়ে কিছুই স্পষ্ট করে জানাননি।
শুধুই আমিরের লুকগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমির খানের বিভিন্ন অবতার, আমরা সবাই এতে রয়েছি। আর মাত্র ৩ দিন বাকি।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ifyp