জনপ্রিয় আমেরিকান র্যাপার কিং ভন মারা গেছেন। শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি নাইটক্লাবের বাইরে দুই দলের গোলাগুলিতে তিনি নিহত হন।
তদন্তকারী সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ডেভন বেনেট ওরফে কিং ভন ও তার দল এদিন আটলান্টার অপিয়াম নাইটক্লাব থেকে বেরিয়ে একটি পার্কিং লটে যান। সেখানে দু’জন লোক এসে তাদের সঙ্গে তর্কে জড়ায়। উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। উভয় পক্ষ থেকেই গুলি চলে।
এসময় মোট ছয়জন গুলিবিদ্ধ হয়। বেনেট (কিং ভন) ও আরও দু’জন এতে মারা যান। বাকি তিনজন গুরুতর জখম হন। গতমাসেই কিং ভনের নতুন অ্যালবাম ‘ওয়েলকাম টু ও-ব্লক’ প্রকাশ পায়। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়ে তার অগণিত অনুরাগী-শুভানুধ্যায়ীরা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/k1j3
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন