English

28.9 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
- Advertisement -

নাগা ও সামান্থার ভাইরাল মুহূর্তগুলো

- Advertisements -

নাসিম রুমি: নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু একসময় দক্ষিণ ভারতের অন্যতম প্রিয় সেলিব্রিটি দম্পতি ছিলেন। ইয়ে মায়া চেসাভে সিনেমায় তাদের অন-স্ক্রিন রসায়ন থেকে বাস্তব জীবনের রোম্যান্স- তাদের গল্প কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছিল।

সামান্থা এবং নাগা চৈতন্যের প্রথম দেখা হয়েছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ইয়ে মায়া চেসাভে ছবির শুটিংয়ের সময়। তাদের অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন রসায়ন নিয়ে তখন থেকেই আলোচনা শুরু হয়।

তাদের সম্পর্কের ইঙ্গিত দিয়ে, ২০১৫ সালে সামান্থা টুইটারের মাধ্যমে নাগা চৈতন্যের জন্য একটি জন্মদিনের শুভেচ্ছা জানান। সামান্থা তার টুইটে নাগাকে তার ‘প্রিয় ব্যক্তি’ বলে অভিহিত করেছিলেন, যার ফলে তাদের সম্পর্ক নিয়ে আরও জল্পনা শুরু হয়েছিল। সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তাদের প্রেমের সম্পর্কে আরও ইন্ধন যোগ করে, সামান্থা এবং নাগা চৈতন্যকে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা যেত, নাগার বাবা নাগার্জুনও প্রকাশ করেছেন যে তার ছেলে একজন বিশেষ ব্যক্তি খুঁজে পেয়েছে।

পরে নাগা চৈতন্য এবং সামান্থা ২০১৭ সালের জানুয়ারিতে হায়দ্রাবাদে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাগদান করেন। ২৯ জানুয়ারি দুজনেই আংটি বিনিময় করেন।

ভাইরাল হওয়া একটি ছবিতে, নাগা চৈতন্যের সাথে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার সময় সামান্থাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেছে।

সামান্থা একটি সাদা গাউন পরেছিলেন এবং নাগাকে বলেছিলেন, ‘তুমি আমার দেখা সর্বশ্রেষ্ঠ পুরুষ এবং আমি জানি যে একদিন তুমি আমাদের সুন্দর সন্তানের একজন নিখুঁত বাবা হবে। আমি তোমাকে একশো জীবন, একশো পৃথিবী এবং যেকোনো বাস্তবতায় বেছে নেব। আমি তোমাকে বেছে নিই।’

বিয়ের সময়ে এবং পরেও, তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীতে উপস্থিত হয়েছিলেন। তাঁদের মজাদার পারস্পরিক প্রতিক্রিয়া এবং খোলামেলা মুহূর্তগুলো ভক্তদের আরও কাছাকাছি এনেছিল।

২০২১ সালে তাঁদের বিচ্ছেদের ঘোষণা এলেও, তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো ভক্তদের মনে এখনও উজ্জ্বল। এই ভাইরাল ছবি এবং ভিডিওগুলো সেই ভালোবাসার গল্পের স্মৃতি হয়ে থাকবে, যা একসময় কোটি কোটি হৃদয়কে স্পর্শ করেছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ub1n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন