English

28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
- Advertisement -

নাট্যশিল্পী এরশাদ হাসানকে নিয়ে শিল্পকলার মঞ্চে হাজির হচ্ছেন কিংবদন্তী ফেরদৌসী মজুমদার

- Advertisements -

নাট্যশিল্পী মো: এরশাদ হাসান-এর একক অভিনীত ‘ভাসানে উজান’ নাটকের উদ্বোধনী প্রদর্শণী ২১ নভেম্বর সন্ধ্যা ৭.০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। দীর্ঘদিন পর শিল্পকলা একাডেমির মঞ্চে হাজির হচ্ছেন একক নাটকের পথিকৃৎ, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। উদ্দেশ্য বিবেকানন্দ থিয়েটার প্রযোজিত ‘ভাসানে উজান’ নাটককের উদ্বোধন করা।

তিনিই থাকবেন এ আয়োজনের মধ্যমণি। দেশের তারুণ্যনির্ভর সক্রিয় নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’।

দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডুর নাট্যরূপ, শুভাশীষ দত্ত তন্ময়-এর নির্দেশনা এবং অভিজ্ঞ নাট্যশিল্পী মো: এরশাদ হাসান-এর একক অভিনীত নাটকটির উদ্বোধনী প্রদর্শণী ২১ নভেম্বর।
নাটকটির নির্মাণ নেপথ্যে মঞ্চ ও আলোয় পলাশ হেন্ড্রি সেন চেষ্টা করেছে দেখার মাঝে অদেখা আবার অদেখার মাঝে দেখাকে দৃশ্যমান করে তুলতে। এক্ষেত্রে বিন্দু পরিমাণ উপকরণে সিন্ধুসম দৃশ্যকল্প ফুটিয়ে তোলায় তার আন্তরিক প্রচেষ্টা। সংগীতে হামিদুর রহমান পাপ্পু সুরের মূর্ছনায় মনের গহীনে আলো ফেলেছেন। পোশাকে এনাম তারা সাকি আশরাফ বোয়ারীর এন্টিক এবং আধুনিক সত্তার রসায়ন নয়ানাভিরাম করে ফুটিয়ে তুলবে নাটকটিকে। কোরিওগ্রাফিতে রবিন বসাক থিয়েটার এবং যাত্রার অভিনয় আঙিকের ফিউশানের উপর জোর দিয়েছেন। রূপসজ্জায় নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় চেষ্টা করেছেন আশরাফ বোয়ারী মানুষটির মনের চেহারাটাকে রং তুলি দিয়ে আঁকতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8x2m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন