নাসিম রুমি: অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে গায়ক, নানা পরিচয়েও পরিচিত তিনি। ভারতীয় সিনেমার অন্যতম তারকা তিনি। সেই কমল হাসানই কিনা নাপিতের কাজ করতেন! সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে ঘটনার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।
সাক্ষাৎকারে কমল হাসান বলেন, মাকে ‘অপমান’ করতেই নাপিতের কাজ শুরু করেন তিনি।
নিজের তরুণ বয়সের হতাশা ও সংগ্রামের কথা বলতে গিয়ে অভিনেতা কমল হাসান বলেন, ‘আমার আরেকজন গুরু ছিলেন নাপিত, যিনি আমাকে চুল কাটার কাজ শিখিয়েছিলেন। আমি একটা সেলুনে কাজ করতাম, কিন্তু সেটা মূলত মাকে শিক্ষা দিতে। মা ভাবতেন আমি কিছুই করি না। আমি বই পড়তাম, সিনেমা দেখতাম। তিনি বলতেন, এটা কোনো কাজ নয়। আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা তাঁকে অপমান করবে—তখনই নাপিত হওয়ার সিদ্ধান্ত নিই।’
কমল হাসান এই সাক্ষাৎকারে কথা বলেন নির্মাতা কে বালাচন্দরকে নিয়ে। পর্দায় কে বালাচন্দর আর কমল হাসান জুটির রসায়নের কথা কে না জানে।
কমল হাসান বলেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি বালাচন্দরকে জানিয়ে দেন, পরিচালক হতে চান। তখন বলাচন্দর তাঁকে বলেছিলেন, ‘পরিচালক হতে গেলে সারা জীবন অটোরিকশায় ঘুরে বেড়াতে হবে।’ বালাচন্দরই প্রথম ব্যক্তি যিনি তাঁকে বলেন, কমলের মধ্যে নায়ক হওয়ার সব গুণ রয়েছে।
কমল বলেন, ‘তিনি না বললে শুধু অটো চড়াই নয়, আমি হয়তো অটোতেই মরতাম। আমার অনেক বন্ধু, যারা আমার চেয়ে বেশি প্রতিভাবান ছিল, তারা রাস্তায় মারা গেছে। আমি নিজেও হয়তো তাদের মতোই হতাম।’
কমল হাসানকে শিগগিরই দেখা যাবে ‘থাগ লাইফ’ সিনেমায়। আগামী ৫ জুন এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে মণি রত্নম ও কমল হাসান ৩৭ বছর পর একসঙ্গে কাজ করেছেন।