English

37 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

নামিয়ে দেওয়া হলো বুবলীর সিনেমা শো

- Advertisements -

নাসিম রুমি: স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং চারটি থিয়েটারে মুক্তি পেয়েছিল ঈদে মুক্তি পাওয়া বুবলীর ছবি দেয়ালের দেশ। কিন্তু মুক্তির দুই দিনের মধ্যে ছবিটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্ক শাখা থেকে নামিয়ে দেওয়া হলো।

Advertisements

এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েব সাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়ার সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই।

সেখানে বরং আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিবের রাজকুমার। আরও চলছে গর্জিলা এবং কাজল রেখা।

Advertisements

মিশুক মনি পরিচালক দেয়ালের দেশ সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। সরকারি অনুদানে নির্মিত এ ছবি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ট্রেলার প্রকাশ করে নজর কাড়ে।

এদিকে শাকিবের রাজকুমার সিনেপ্লেক্সের সব শাখায় ১৩টি শো নিয়ে যাত্রা শুরু করলেও দর্শকের চাপের কারণে মুক্তির দুদিনের মাথায় চারটি শো বেশি পেয়েছে। এমনকি সিনেমাটি দেখার পর দর্শকের ইতিবাচক রিভিউ রাজকুমারকে শীর্ষে রেখেছে। তবে আনেক দর্শক রাজকুমারকে ভাল ছবি বলেনি। কিন্ত শাকিবের অভিনয় প্রশাংসা করেছেন। ঢাকার ২টি পেক্ষাগৃহ থেকেও দেয়ালের দেশ নামিয়ে রাজকুমারের শো চালু করেছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন