English

27.4 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
- Advertisement -

নায়ককে সজোরে থাপ্পড়, হোটেলে ফিরে কেঁদে ফেলেন কাজল

- Advertisements -

কাজল যে রগচটা ও ঠোঁটকাটা স্বভাবের, তা মোটামুটি অনেকেরই জানা। এমনকি বহুবার গুঞ্জন শোনা গেছে যে, শুটিং ফ্লোরে কাজল নাকি কথায় কথায় এতটাই রেগে যেতেন যে, শুটিং ফ্লোরের অন্যান্যরা তটস্থ হয়ে থাকতেন। তবে, কাজল কিন্তু একেবারে ক্যারিরিয়ারের শুরুতে এমনটা ছিলেন না। উল্টো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজলের মতো নরম মনের মানুষ তখন প্রায় দেখাই যেত না। আর তাই তো প্রথম সিনেমায় একটা দৃশ্যের শুটিংয়ের পর হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন কাজল!

সময়টা নব্বইয়ের দশক। তখন সবেমাত্র বলিউডে পা দিয়েছেন তনুজা কন্যা কাজল। সিনেমার নাম ‘বেখুদি’। কাজলের বিপরীতে নায়ক হিসেবে কামাল সাদানাহ। এই সিনেমার একটি দৃশ্যে কামাল সাদানাহকে চড় মারতে হতো। কিন্তু ক্যামেরা অন হওয়া মাত্রই কাজল পিছিয়ে আসছিলেন, কিছুতেই চড় মারতে পারছিলেন না কামাল সাদানাহকে। ফলে রিটেকের পর রিটেক। কাজলের ওপর রীতিমতো রেগে গিয়েছিলেন পরিচালক।

রেগেমেগে, কাজলকে তিনি বলেই দিলেন, তোমার দ্বারা হবে না। ব্যস, পরিচালকের এ কথা শুনেই কাজলের যেন জেদ চেপে বসল, এরপরই কামালের গালে ঠাসিয়ে চড় মারলেন কাজল।

কাজল এক সাক্ষাৎকারে বলেন, কমল খুব ভদ্র একটা ছেলে। খুব শান্ত স্বভাবের। ওকে এমনটা করতে চাইনি। এতটাই খারাপ লেগেছিল যে, আমি হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। পরে কামালই আমাকে বুঝিয়ে ছিল, এটা শুধুই একটা অভিনয়। কামালের এ কথা শুনে আমি সেদিন আরও কেঁদেছিলাম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ngkn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন