English

30.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

নারী কীসে আটকায়: যা বললেন ৪ অভিনেত্রী

- Advertisements -

২০২১ সালে বিল গেটস তার ২৭ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন। ওই সময়ে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি তিনি। যার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১২৪ বিলিয়ন ডলার। অঢেল অর্থ ও ক্ষমতাবান বিল গেটসের বাহুডোর থেকে বেরিয়ে যান তার স্ত্রী মেলিন্ডা গেটস।

কয়েক দিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। জাস্টিন ট্রুডোর বিয়েবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। প্রাসঙ্গিক হয়ে উঠে বিল গেটসের বিয়েবিচ্ছেদটিও। কারণ বিল গেটসের মতো ধনাঢ্য ব্যক্তিকেও ছেড়ে গেছেন মিলিন্ডা গেটস। তারপর থেকে ফেসবুকে একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে— নারী কীসে আটকায়?

এ প্রশ্নের উত্তরে নেটিজেনরা নানা মত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। যা ট্রেন্ডিংয়ে রূপ নিয়েছে। অন্য সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের ভাবনার কথা জানিয়েছেন। কয়েকজন অভিনেত্রীর ভাবনা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

ছোট ও বড় পর্দার অভিনেত্রী সোহানা সাবা। চলতি বিষয়টি নিয়ে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে এ অভিনেত্রী লিখেন— ‘ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

এরপরও যদি কোনো নারী চলে যান? এ প্রশ্নের উত্তরও দিয়েছেন সোহানা সাবা। তার মতে, ‘‘তারপরও যদি ‘সে’ চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না।

তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ আপনার ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্যে ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকান্সি’-এর জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছেন।’’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের ভাবনার কথা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’

ঢাকাই সিনেমার বহু আলোচিত চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। ভ্যক্তিগত জীবনে তারও ভাঙাগড়া কম নয়। অভিজ্ঞতার আলোকে এ অভিনেত্রী বলেন, ‘মেয়েরা শুধু বিশ্বস্ততায় আটকায়। অনেক টাকাওয়ালা, গুণী, প্রতিষ্ঠিত মানুষকে ফেলে রেখে চলে যেতে দেখিছি অনেক বউ বা প্রেয়সীকে। কারণ নারী শুধু পুরুষের টাকায়, রূপে-গুনে আর ক্ষমতায় আটকায় না।

‘নারী সারা জীবনের জন্য বিশ্বস্ত ব্যক্তির কাছে আটকে যায়। যে তার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। আবার অনেক সুন্দরী গুণী নারীকে দেখেছি কম টাকাওয়ালা মানুষের সঙ্গে ভাঙা ঘরে সুখে সংসার করতে। কারণ নারী সব পারে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগ দিতে পারে না। সম্মান আর বিশ্বাসে নারী আটকে থাকে তার বিশ্বস্ত পুরুষের সঙ্গে।’ বলেন সুবাহ।

ছোট পর্দার অভিনেত্রী ফারজানা আহসান মিহি। এ অভিনেত্রী একটু ভিন্ন মত পোষণ করেন। তার মতে— ‘নারী বেহেস্তেই আটকায় নাই, গন্দম খাইয়া বের হয়ে গেছে। আর দুনিয়ায় কীসে আটকায় তা জিগাইতাছেন? পারেনও আপনারা।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gdpp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন