English

28.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
- Advertisement -

নিউইয়র্কের কুইন্স প্যালেস অডিটরিয়ামে সায়েরা রেজার ভারসেটাইল মিউজিক নাইট

- Advertisements -

দীর্ঘ ৪ মাস পর আবার নিউইয়র্কে গাইলেন দেশসেরা ফোক শিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড পাওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গত ৩ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেস অডিটরিয়ামে “ভারসেটাইল মিউজিক নাইটে” সঙ্গীত পরিবেশন করেন তিনি। শেষবার যুক্তরাষ্ট্রে সায়েরার একক শো হয়েছিল ২০২০ সালের নভেম্বরে।

পারিবারিক কারণে বর্তমানে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বাস করলেও গানের কাজে ঘুরে বেড়ান বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে। সম্প্রতি এ্যাওয়ার্ড গ্রহণ এবং একাধিক শো, সিনেমা, নাটক ও নতুন গানের কাজ সারতে একটানা প্রায় ৩ মাস দেশে অবস্থান শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন এ নন্দিত শিল্পী।

সুফি-ফোক ডিভা নামে খ্যাত সায়েরা রেজার সাথে ৩ এপ্রিলের শোতে আরো ২ জন শিল্পী অংশ নেন। কৃষ্ণা তিথি ও শাহ মাহবুব এর পর মঞ্চে এসে একটানা ২ ঘন্টা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন সায়েরা। নিজের জনপ্রিয় মৌলিক গানগুলোর পাশাপাশি নতুন নতুন সুফি ও ফোক গান উপহার দেন তিনি। অনুষ্ঠানে সায়েরা’র সাথে ইন্সট্রুমেন্টেশন করে নিউইয়র্কের জনপ্রিয় ব্যান্ড মাটি।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্যে এ চমৎকার সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে শোটাইম মিউজিক। অনুষ্ঠানের সফল আয়োজনে সন্তুষ্ট প্রতিষ্ঠানটির কর্ণধার আলমগীর খান আলম আগামী দিনগুলোতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5avy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন