জনপ্রিয় অভিনেতা, নাট্যকার ও নির্দেশক তৌকীর আহমেদ। অভিনয় থেকে তিনি নাটক-চলচ্চিত্র রচনা ও নির্মাণে আসেন। পরিচালনার কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকলেও এখনো অভিনয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। বর্তমানে দেশের বাইরে রয়েছেন এই তারকা।
তবে তার লেখালেখি, অভিনয় বা নির্দেশনা থেমে নেই। নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারের মূল মঞ্চে আগামী ১৮ই মার্চ তার নির্দেশনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘তীর্থযাত্রী’। জানা গেছে, হুমায়ূন কবির রচিত ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ বইটি অবলম্বনে ‘তীর্থযাত্রী’ নাটকটি। এ নাটকটি নির্মাণ করছে নক্ষত্র। নক্ষত্রের আমন্ত্রণে নিউ ইয়র্কের বিভিন্ন দলের নাট্যকর্মীরা অংশগ্রহণ করছেন এ নাটকে। নাটকের সংগীত আয়োজন করছে পিন্টু ঘোষ।